Home> দুনিয়া
Advertisement

বিধ্বংসী ঝড়ে বিপর্যস্ত ম্যানিলার জনজীবন, মৃত অন্তত ২১

বিধ্বংসী ঝড়ে বিপর্যস্ত ম্যানিলার জনজীবন। সোমবার প্রবল ঝড়ে ফিলিপাইনসের রাজধানীতে প্রাণ হারিয়েছেন অন্তত ২১জন। ধ্বংস হয়ে গেছে দূরবর্তী দ্বীপের কয়েক হাজার ঘর-বাড়ি।

বিধ্বংসী ঝড়ে বিপর্যস্ত ম্যানিলার জনজীবন, মৃত অন্তত ২১

ওয়েব ডেস্ক: বিধ্বংসী ঝড়ে বিপর্যস্ত ম্যানিলার জনজীবন। সোমবার প্রবল ঝড়ে ফিলিপাইনসের রাজধানীতে প্রাণ হারিয়েছেন অন্তত ২১জন। ধ্বংস হয়ে গেছে দূরবর্তী দ্বীপের কয়েক হাজার ঘর-বাড়ি।

আশঙ্কা করা হয়েছিল এই টাইফুন হাগুপিট মধ্য ফিলিপাইনসে হাজারেরও বেশি প্রাণ কেড়ে নেবে। কিন্তু মাঝপথে এই টাইফুন শক্তি হারানোয় কমেছে প্রাণহানির আশঙ্কা।

ম্যানিলাতে প্রায় ১২০ লক্ষ মানুষ বাস করেন। উপকূলবর্তী এই শহরে এখন বন্যা পরিস্থিতি। ভোরবেলা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের আশঙ্কার কথা জেনেই ২৪ ঘণ্টা আগে থেকেই বন্যাপ্রবণ অঞ্চলগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল ম্যানিলা প্রশাসন।

নদীতীরবর্তী অঞ্চলে বসবাসকারী হাজার হাজার গরীব মানুষকে বিভিন্ন সরকারী স্কুলে স্থানান্তরিত করা হয়েছে।

ম্যানিলাতে এখন বন্ধ স্কুল-কলেজ, বন্ধ স্টকমার্কেট। সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেড়তে নিষেধ করা হয়েছে। বাতিল করা হয়েছে এক ডজনেরও বেশি বিমানের উড়ান।

 
গতবছর ফিলিপাইনসে সুপার টাইফুন হাইয়ানে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৭৩৫০জন।

 

 

 

 


 

 

Read More