Home> দুনিয়া
Advertisement

ওলন্দাজ মুলুকে ষোলো আনা বাঙালিয়ানা, মধ্যমণি মমতা

হেগ-এর হোটেলে ষোলো আনা বাঙালিয়ানা। মধ্যমণি মুখ্যমন্ত্রী। আজ নেদারল্যান্ডসের প্রবাসী বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। গানে-আড্ডায় জমে ওঠে আসর। প্রবাসী পেশাদারদের সামনে রাজ্য সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

ওলন্দাজ মুলুকে ষোলো আনা বাঙালিয়ানা, মধ্যমণি মমতা

ওয়েব ডেস্ক: হেগ-এর হোটেলে ষোলো আনা বাঙালিয়ানা। মধ্যমণি মুখ্যমন্ত্রী। আজ নেদারল্যান্ডসের প্রবাসী বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। গানে-আড্ডায় জমে ওঠে আসর। প্রবাসী পেশাদারদের সামনে রাজ্য সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ নিয়ে আসার জন্য তাঁদের উদ্যোগী হতে বলেন তিনি। আলোচনায় উঠে আসে বিশ্ব বাংলা ব্র্যান্ডের ওয়েবসাইটের কথাও। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে শিকড়ের টানে রীতিমতো আবেগ-প্রবণ হয়ে পড়েন নেদারল্যান্ডসের প্রবাসীরা। প্রতি সপ্তাহে ৫ ইউরো জমিয়ে বছরের শেষে রাজ্য সরকারকে তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন
তাঁরা।

এর আগে হেগ-এ শিল্প সম্মেলনে উদ্যোগপতিদের মমতা বলেন, ''সব সুবিধা দেবে সরকার। বাংলায় আসুন। বিনিয়োগ করুন।''। সম্মেলনে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের বৃহত্তম বণিক সংগঠন VNO NCW-এর কর্তারা। অন্যদিকে, বাংলায় লগ্নি নিয়ে আগ্রহ প্রকাশ করেন তাঁরা। সম্মেলনে অংশ নেন রাজ্যের শিল্পপতিরাও। তাঁদের কাছ থেকেই বাংলায় লগ্নির অভিজ্ঞতার কথা শোনেন ডাচ শিল্পপতিরা।

Read More