Home> দুনিয়া
Advertisement

গবেষণার তথ্য চুরিতেই শাস্তি, ব্লগে লিখেছেন মৈনাক সরকার

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপককে গুলি করে খুন করলেন বাঙালি ছাত্র। তাঁরপর শেষ করলেন নিজেকে। গবেষণার তথ্য চুরিতেই শাস্তি। ব্লগে লিখেছেন মৈনাক সরকার। শান্ত-নিরাপদ বিশ্ববিদ্যালয়ে হঠাত্‍ই গুলির শব্দ। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সব ছাত্রছাত্রীর কাছে সতর্কবার্তা পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 গবেষণার তথ্য চুরিতেই শাস্তি, ব্লগে লিখেছেন মৈনাক সরকার

ওয়েব ডেস্ক: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপককে গুলি করে খুন করলেন বাঙালি ছাত্র। তাঁরপর শেষ করলেন নিজেকে। গবেষণার তথ্য চুরিতেই শাস্তি। ব্লগে লিখেছেন মৈনাক সরকার। শান্ত-নিরাপদ বিশ্ববিদ্যালয়ে হঠাত্‍ই গুলির শব্দ। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সব ছাত্রছাত্রীর কাছে সতর্কবার্তা পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর জানা যায় আততাতীয় নাম। ভারতীয় বংশোদ্ভূত গবেষক মৈনাক সরকার। খড়গপুর IITর প্রাক্তনী। বিশ্ববিদ্যালয়ের একটি ঘরে অধ্যাপক উইলিয়াম ক্লুগকে খুন করে আত্মঘাতী হন তিনি। কেন ক্লুগকে শেষ করে দিলেন মৈনাক? খুনের আগে নিজের ব্লগেই রিসার্চ গাইডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মৈনাক। অভিযোগ, মৈনাকের কম্পিউটার কোড চুরি করে তাঁর গবেষণার তথ্য অন্য কাউকে দিয়েছিলেন ক্লুগ।

Read More