Home> দুনিয়া
Advertisement

Great East Japan Earthquake-এর দশ বছরে Japan-য়ে ফের তীব্র ভূমিকম্প

রয়েছে সুনামির পূর্বাভাসও।

Great East Japan Earthquake-এর দশ বছরে Japan-য়ে ফের তীব্র ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদন: জাপান ভূকম্পপ্রবণ অঞ্চল। ফলে বারে বারেই ভূমিকম্পের কবলে পড়ে এই দেশটি। শনিবারও সেখানে তীব্র ভূমিকম্প অনুভূত হল। 

জাপানের (japan) উত্তরপূর্বের Miyagi Prefecture coast-য়ে এই ভূকম্প (earthquake) অনুভূত হয়।  রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.২ (magnitude 7.2)। 

আরও পড়ুন: Very Little Change-এর মাধ্যমে মানবদেহে করোনা বাদুড় থেকেই

প্রায় ১ মিটার উঁচু সুনামির আশঙ্কা রয়েছে (Tsunami waves of up to 1 meter)। নিকটবর্তী শহর Watari-কে দ্রুত খালি করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওই অঞ্চলের মানুষকে। কম্পন টোকিয়োতেও (Tokyo) অনুভূত হয়েছে। 

প্রায় এক মাসের মাথায় জাপানে ভূমিকম্পের ঘটনা ঘটল। ফেব্রুয়ারির ১৪ তারিখে ফুকুশিমায় ৭.৩ মাত্রার ভূকম্প অনুভূত হয়েছিল। Great East Japan Earthquake-এর ১০ বছর পূর্ণ হল। সেই বছর ৯ মাত্রার ভূকম্প ঘটেছিল। ভয়াবহ সেই ভূকম্পের দশবছরের মাথায় আবার এই শনিবারের ভূকম্প ঘটল।

আরও পড়ুন:  লাল বেজিং ঝড়ে হলুদ, অবাক নগরবাসী

Read More