Home> দুনিয়া
Advertisement

Lyrid Meteor Shower: আকাশ থেকে ঝরে পড়ছে ২৭০০ বছরের আলো! চাইলে আপনি দেখতেও পাবেন

১৫ এপ্রিল থেকে অবশ্য ঘটনা ঘটতে শুরু হয়ে গিয়েছে, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। তবে এর মধ্যে আজ, ২২ এপ্রিলই এই আলোর ঝরনা ধরে পড়ার চূড়ান্ত।

Lyrid Meteor Shower: আকাশ থেকে ঝরে পড়ছে ২৭০০ বছরের আলো! চাইলে আপনি দেখতেও পাবেন

নিজস্ব প্রতিবেদন: আকাশ থেকে ঝরে পড়ছে আলো। এক স্বর্গীয় দৃশ্য, এক মহাজাগতিক দৃশ্য দেখার রোমাঞ্চের মুখোমুখি হওয়ার সুযোগ। পোশাকি নাম-- লাইরিড মিটিওর শাওয়ার!

১৫ এপ্রিল থেকে অবশ্য ঘটনা ঘটতে শুরু হয়ে গিয়েছে, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। তবে এর মধ্যে আজ, ২২ এপ্রিলই এই আলোর ঝরনা ধরে পড়ার চূড়ান্ত।

গ্রহের ভাঙাচোরা টুকরো বা গ্রহাণুর অংশবিশেষ মূলত ধূমকেতুর আকারে ঘুরে বেড়ায় মহাশূন্যে। তারাই কখনও সখনও কোনও কোনও না বড় বস্তুর টানে গতিপথ বদলে অন্যপথে ঘুরতে থাকে। যখন এরা কোনও গ্রহের টানে ছুটতে থাকে তখন সেই গ্রহের বাইরের পরিমণ্ডলে এসেই তাদের বহিরাংশ জ্বলে-পুড়ে যায়। আর তখনই তা আমাদের দৃষ্টিগোচর হয়।

লাইরিড যেমন 'সি/১৮৬১ জি১' ধূমকেতুর অংশবিশেষ। এর আর এক নাম 'থ্যাচার'। এই মহাজাগতিক বস্তুটি আবিষ্কার করেছিলেন এ. ই. থ্যাচার। ১৮৬১ সালের এপ্রিলে তিনিই প্রথম এটিকে লক্ষ্য করেন। তবে ইতিহাস যা বলে, তাও এক্ষেত্রে খুব রোমাঞ্চকর। চিনা মহাকাশবিদেরাই নাকি প্রথম এই গ্রহাণুটিকে 'লোকেট' করেছিলেন, ৬৮৭ খ্রিস্টপূর্বাব্দ আগে, অর্থাৎ, আজ থেকে প্রায় ২,৭০০ বছর আগে!

আরও পড়ুন: Earth Day 2022: গভীর সবুজের স্নিগ্ধতায় ঢেকে যাক উষ্ণ বসুধা

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More