Home> দুনিয়া
Advertisement

মার্কিন মুলুকে ৯/১১-র ধাঁচে হামলার ছক আইসিস-এর

মার্কিন মুলুকে ৯/১১-র ধাঁচে হামলার ছক আইসিস-এর

সংবাদ সংস্থা : মার্কিন যুক্তরাষ্ট্রে ফের ৯/১১-র ধাঁচে হামলা চালাতে পারে জঙ্গিরা, আশঙ্কা মার্কিন প্রতিরক্ষা দফতরের। তাদের তরফে জানানো হয়েছে, বিমান অপহরণ করে ফের ৯/১১-র থেকেও ব়ড ধরনের হামলার ছক কষেছে আইসিস।

মার্কিন প্রতিরক্ষা দফতরের নিরাপত্তা সচিব এলাইনি ডিউক জানিয়েছেন, ''এতদিন পর্যন্ত আইসিস ছোট ছোট আক্রমণ চালাচ্ছিল। এর মাধ্যমে নিজেদের তহবিল শক্তিশালি করার কাজ চালিয়ে যাচ্ছিল তারা। এবার সেই ছোট আক্রমণ ছেড়ে বড় ধাক্কা দেওয়ার ছক কষেছে এই সন্ত্রাসবাদী সংগঠনটি।''

ডিউক এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ''শুধু আইসিস-ই নয়, বড় ধরনের নাশকতার ছক কষছে আল কায়েদার মতো সংগঠনও।'' তিনি বলেন, ''সোশাল মিডিয়াকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদী আক্রমণের ছক বানচাল করার নতুন ছক কষা হচ্ছে। আর এই নিয়ে জি-৭ বৈঠকে একটি প্রস্তাবও দেওয়া হবে।''

আরও পড়ুন- ডোনাল্ড ট্রাম্পকে ‘হিটলারের বাড়া’ বলল উত্তর কোরিয়া

Read More