Home> দুনিয়া
Advertisement

আফগানিস্তানে ফের আক্রান্ত ভারতীয় দূতাবাস

আফগানিস্তানে ফের আক্রান্ত ভারতীয় দূতাবাস। গতকাল রাতের পর আজ সকালেও চলছে জঙ্গি- নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই। কিছুক্ষণ আগে বিস্ফোরণের শব্দ শোনা গেছে কাবুল বিমানবন্দরের বাইরে। গতকাল রাতে আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আফগানিস্তানের মাজার-ই-শরিফের ভারতীয় দূতাবাস চত্বর। কর্মরত এক কর্মী সংবাদমাধ্যমে ফোন করে জানান জঙ্গি আক্রমণের কথা। জানা যায় চার জঙ্গি নিশানা করেছে মাজার-ই-শরিফের ভারতীয় দূতাবাসকে। প্রথম দফায় প্রায় কুড়ি মিনিট ধরে হামলা চালায় ২ জঙ্গি। রাতেই নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা যায় দুজন। বাকি দুই জঙ্গি দূতাবাসের পাশে তিনতলা বাড়ি থেকে হামলা শুরু করে। সকালে

আফগানিস্তানে ফের আক্রান্ত ভারতীয় দূতাবাস

ওয়েব ডেস্ক: আফগানিস্তানে ফের আক্রান্ত ভারতীয় দূতাবাস। গতকাল রাতের পর আজ সকালেও চলছে জঙ্গি- নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই। কিছুক্ষণ আগে বিস্ফোরণের শব্দ শোনা গেছে কাবুল বিমানবন্দরের বাইরে। গতকাল রাতে আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আফগানিস্তানের মাজার-ই-শরিফের ভারতীয় দূতাবাস চত্বর। কর্মরত এক কর্মী সংবাদমাধ্যমে ফোন করে জানান জঙ্গি আক্রমণের কথা। জানা যায় চার জঙ্গি নিশানা করেছে মাজার-ই-শরিফের ভারতীয় দূতাবাসকে। প্রথম দফায় প্রায় কুড়ি মিনিট ধরে হামলা চালায় ২ জঙ্গি। রাতেই নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা যায় দুজন। বাকি দুই জঙ্গি দূতাবাসের পাশে তিনতলা বাড়ি থেকে হামলা শুরু করে। সকালে
ভারতীয় কনস্যুলেটের হামলার ছক বানচাল করে দিল আফগান সেনাবাহিনী। হামলাকারীদের একটি বাড়িতে কোণঠাসা করে ফেলা গেছে বলে আফগান সেনাসূত্রে খবর। মাজার-এ-শরিফের ভারতীয় কনস্যুলেটে গতকাল রাতে হামলা চালায় চার জঙ্গি। যদিও আফগান নিরাপত্তারক্ষী ও ITBP জওয়ানদের প্রতিরোধে কনস্যুলেটে ঢুকতে পারেনি তারা। গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জঙ্গির। আর এক জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়। যদিও নিরাপত্তাবলয় ভেদ করতে পারেনি তারা। গুলিতে জখম হয়েছেন দূতাবাসের দুই কর্মী।

Read More