Home> দুনিয়া
Advertisement

আলোচনার টেবিলে বসে সমস্যা মেটাক ভারত-চিন, বার্তা আমেরিকার

আলোচনার টেবিলে বসে সমস্যা মেটাক ভারত-চিন, বার্তা আমেরিকার

ওয়েব ডেস্ক: আলোচনায় বসে নিজেদের মধ্যে সরসরি কথা বলে সমস্যা মিটিয়ে নিক ভারত-চিন, এমনটাই চাইছে আমেরিকা। সাংবাদিক সম্মেলনে লাদাখে সেনা অনুপ্রবেশ ও ডোকা লা সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে আজ মার্কিন স্টেট বিভাগের মুখপাত্র হিদার নর্ট জানান, "আমরা উভয় পক্ষকে উত্সাহ দিচ্ছি যাতে তারা আলোচনার টেবিলে কথা বলে সমস্যার সমাধান করতে পারে"।

উল্লেখ্য, গতকাল ভারতীয় বাহিনী দাবি করে যে, প্যাংগং এলাকায় চিনা ফৌজ অনুপ্রবেশের চেষ্টা করছে এবং পাথর ছোড়ার ফলে উভয় পক্ষেরই কিছু মানুষ আহত হয়েছেন। কিন্তু আজ ভারতের সেই দাবি কার্যত অস্বীকার করেছে চিন। এবিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে জানালেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হু চুনিং।

এদিকে, গত পঞ্চাশ দিন ধরে সিকিম সীমান্তে ডোকা লা এলাকায় প্রবল উত্তেজনার আবহে মুখোমুখি দাঁড়িয়ে ভারত ও চিনের সেনাবাহিনী। ওই এলাকায় ভারত, চিনের 'অবৈধভাবে' রাস্তা তৈরির প্রতিবাদ করায় এমন পরিস্থিতি উদ্ভুত হয়েছে। আর তারপর থেকেই দুই দেশের শীর্ষ প্রশাসনিক মহল থেকে পরস্পরের প্রতি কড়া বার্তা বিনিময় চলছে।

Read More