Home> দুনিয়া
Advertisement

প্রবল অর্থাভাবে রাষ্ট্রসঙ্ঘ, অক্টোবরের শেষেই বন্ধ হয়ে যেতে পারে সংগঠনের বিভিন্ন কাজকর্ম!

ঘাটতির কথা মাথায় রেখে বেশকিছু বিষয় কাটছাঁট করার কথা ভাবছে রাষ্ট্রসঙ্ঘ। এর মধ্যে রয়েছে সম্মেলন, বৈঠক কম করা

প্রবল অর্থাভাবে রাষ্ট্রসঙ্ঘ, অক্টোবরের শেষেই বন্ধ হয়ে যেতে পারে সংগঠনের বিভিন্ন কাজকর্ম!

নিজস্ব প্রতিবেদন: প্রবল অর্থাভাবে ভুগছে রাষ্ট্রসঙ্ঘ। পরিস্থিতি এতটাই খারাপ যে অক্টোবর মাসের শেষে সংগঠনের বিভিন্ন কাজকর্ম বন্ধ হয়ে যেতে পারে। জানিয়ে দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

আরও পড়ুন-পাঁশকুড়ায় তৃণমূল নেতা খুনে জেল খাটা বিজেপি নেতাকেই কাঠগড়ায় তুললেন শুভেন্দু

বর্তমানে রাষ্ট্রসঙ্ঘের বাজেট ঘটতির পরিমাণ ২৩ কোটি ডলার। জানিয়েছে সংবাদসংস্থা এএফপি। একটি চিঠিতে মহাসচিব সংস্থার ৩৭,০০০ কর্মীকে গুতেরেস জানিয়েছেন, কর্মীদের বেতন দিতে গিয়ে কড়া ব্যবস্থা নিতে হতে পারে।

মহাসচিব আরও জানিয়েছেন, রাষ্ট্রসঙ্ঘের সদস্য দেশগুলি ২০১৯ সালে মোট খরচের মাত্র ৭০ শতাংশ দিয়েছে। এতে দেখা যাচ্ছে ঘাটতি পড়েছে ২৩ কোটি ডলার।

এদিকে, ঘাটতির কথা মাথায় রেখে বেশকিছু বিষয় কাটছাঁট করার কথা ভাবছে রাষ্ট্রসঙ্ঘ। এর মধ্যে রয়েছে সম্মেলন, বৈঠক কম করা। বেশকিছু পরিষবা বন্ধ করে দেওয়া। পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া রাষ্ট্রসঙ্ঘের আধিকারিকদের সফর বাতিল করা।

আরও পড়ুন-বিজয়া দশমী কোন 'বিজয়'কে চিহ্নিত করে? জেনে নিন আজকের দিনের তাত্পর্য

উল্লেখ্য, এবছরের প্রথম দিকে সদস্য দেশগুলিকে চাঁদা বাড়ানোর কথা বলেছিলেন মহাসচিব। কিন্তু সেই কথা কান দেয়নি কোনও দেশ। মহাসচিব বলেন, একমাত্র সদস্য দেশগুলির চাঁদাই রাষ্ট্রসঙ্ঘের কাজকর্ম সতল রাখতে পারে।

Read More