Home> দুনিয়া
Advertisement

ইমেলে চাইল্ড পর্নোগ্রাফি রাখলে গুগল গোয়েন্দাগিরিতে জেল নিশ্চিত সবার

আপনার ইমেলে চাইল্ড পর্নোগ্রাফি ছবি অথবা ভিডিও থাকলে গুগল আপনাকে পুলিসের হাতে তুলে দিতে পারে। গত সপ্তাহে টেক্সাসের এক ব্যক্তিকে হাজতবাসে যেতে হল গুগল মেলে বন্ধুকে চাইল্ড পর্নোগ্রাফি ছবি শেয়ার করার জন্য।

ইমেলে চাইল্ড পর্নোগ্রাফি রাখলে গুগল গোয়েন্দাগিরিতে জেল নিশ্চিত সবার

ওয়েব ডেস্ক: আপনার ইমেলে চাইল্ড পর্নোগ্রাফি ছবি অথবা ভিডিও থাকলে গুগল আপনাকে পুলিসের হাতে তুলে দিতে পারে। গত সপ্তাহে টেক্সাসের এক ব্যক্তিকে হাজতবাসে যেতে হল গুগল মেলে বন্ধুকে চাইল্ড পর্নোগ্রাফি ছবি শেয়ার করার জন্য।

জন হেনরি স্কিলার্ন নামে এই যৌনঅপরাধী এক যুবতীর পর্নোগ্রাফি ছবি ইমেলে শেয়ার করেন।  তারপরই গুগল সার্ভারে ধরা পড়ে। গুগল পুলিসকে জানায় হেনরি স্কিলার্নের বিষয়ে। কিন্তু প্রশ্ন উঠছে গুগল কীভাবে ব্যক্তিগত ইমেলে নজরদারি চালাতে পারে?  গুগল কী প্রত্যকের ইমেল স্ক্যান করে চাইল্ড পর্নোগ্রাফি বা বেআইনি তথ্য পাবার জন্য?

fallbacks

কিন্তু হেনরির গ্রেফতারের পর গুগল এফপি কে জানায়, তারা শুধুমাত্র শিশুদের যৌননিগ্রহ ছবি সনাক্ত করার জন্য সেইসব ইমেলগুলিতে নজরদারি চালানো হয়। তবে অন্যান্য ইমেলে এর প্রভাব পড়ে না। গুগল স্পষ্ট জানায়, তাঁরা চাইল্ড পর্নোগ্রাফি ছবি ব্যতিত অন্যান্য ইমেল স্ক্যান করেন না। গুগল অটোমেটিক স্ক্যান করে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ পদ্ধতিতে। ধরে নিন ডিজিট্যাল ফিঙ্গারপ্রিন্টে ন্যায় স্ক্যান হয়।

সাধারনত গুগলের চাইল্ড পর্নোগ্রাফির ছবির ডাটাবেস রয়েছে। যদি আপানার ইমেলে সেইরকম ছবি থেকে থাকে তাহলে গুগল স্ক্যানে ধরা পড়ে যাবে। সেখানে গুগলের আইনে আপনি অপরাধী হিসাবে গণ্য হতে পারেন।

fallbacks
Microsoft’s PhotoDNA software. PhotoDNA is a little more complex than straight up hashing, and is thus able to detect child porn images that have been modified from the original.
Read More