Home> দুনিয়া
Advertisement

ফের কেঁপে উঠল নেপাল, মৃতের সংখ্যা ৭৫০০ ছাড়াল

আজ সকালে আরও একবার কেঁপে উঠল নেপাল। কম্পনের মাত্রা ছিল ৪। কেন্দ্রস্থল ছিল ধাধিং এবং নুওয়াকত জেলার সীমান্ত অঞ্চলে। এদিকে, নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়াল। ভূমিকম্পে প্রায় ২ লক্ষ বাড়ি ধ্বংস ও ১ লক্ষ ৭৫ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

ফের কেঁপে উঠল নেপাল, মৃতের সংখ্যা ৭৫০০ ছাড়াল

ওয়েব ডেস্ক: আজ সকালে আরও একবার কেঁপে উঠল নেপাল। কম্পনের মাত্রা ছিল ৪। কেন্দ্রস্থল ছিল ধাধিং এবং নুওয়াকত জেলার সীমান্ত অঞ্চলে। এদিকে, নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়াল। ভূমিকম্পে প্রায় ২ লক্ষ বাড়ি ধ্বংস ও ১ লক্ষ ৭৫ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিদেশি উদ্ধারকারী দলকে ফিরে যেতে বলল নেপাল সরকার। উদ্ধারের নামে দিল্লি নেপালের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাইছে বলে অভিযোগ করেছিলেন মাওবাদী নেতা প্রচণ্ড।
 
ভারতীয় মিডিয়ার বিরুদ্ধেও গত কয়েকদিন ধরে ক্ষোভ প্রকাশ করছিলেন নেপালি নাগরিকদের একাংশ। এই পরিস্থিতিতে আজ নেপালের তথ্য মন্ত্রী মীনেন্দ্র রিজল বলেন, কাঠমাণ্ডু ও সংলগ্ন এলাকায় উদ্ধারের কাজ শেষ হয়ে গিয়েছে। বাকিটা তাঁরাই সামলে নেবেন। ফলে বিদেশি উদ্ধারকারী দলগুলির আর থাকার দরকার নেই। এই মুহূর্তে নেপালে ৩৪টি দেশ উদ্ধারের কাজ চালাচ্ছে।

Read More