Home> দুনিয়া
Advertisement

ব্রিটেনে এবার ভয় দেখাচ্ছে ভারত-স্ট্রেন

Public Health England ভারতের নতুন স্ট্রেন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

 ব্রিটেনে এবার ভয় দেখাচ্ছে ভারত-স্ট্রেন

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় পর্যায়ে ভারতে সংক্রমণের হার সাঙ্ঘাতিক। তা নিয়ে বিশ্বে সাড়া পড়ে গিয়েছে। ছড়িয়েছে আতঙ্কও। আতঙ্কে ভুগছে ব্রিটেনও।

অতিসংক্রামক এক কোভিড স্ট্রেনে আক্রান্ত ৭৭ জন ব্রিটেনবাসী। ব্রিটেনের দাবি, এই স্ট্রেনটি প্রথম চিহ্নিত হয়েছে ভারতেই (India)। বিশ্বে এই মুহূর্তে বিভিন্ন স্ট্রেন নিয়ে তদন্ত চলছে। তাদের বলা হচ্ছে 'ভ্যারিয়্যান্ট আন্ডার ইনভেস্টিগেশন' (VUI)। ভারতের স্ট্রেন সেই তালিকাভুক্ত।

আরও পড়ুন: এবার করোনা টিকা বানাবে ভেনেজুয়েলাও

এই New Covid-19 variant-এর জেরে ব্রিটিশ প্রশাসনের একাংশ চায়, অবিলম্বে ভারত বিপজ্জনক তালিকাভুক্ত হোক। Public Health England (PHE) এ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটেনের অভিযোগ, ভারতে সংক্রমণের হার মারাত্মক বেড়েছে। টিকাকরণের হারও কম। 

এদিকে চলতি মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের (Boris Jhonson) ভারতে যাওয়ার কথা। ভারতকে বিপজ্জনক তালিকাভুক্ত করা হলে বাতিল হবে বরিসের সফর। এমনিতেই যদিও ভারতে সংক্রমণের বাড়াবাড়ির জন্য বরিসের সফরে আগেই কাটছাঁট করা হয়েছিল।

আরও পড়ুন: বডি মুভমেন্ট কম? ব্যায়ামের ধার ধারেন না? সাবধান! চট করে পড়তে পারেন করোনার কোপে

Read More