Home> দুনিয়া
Advertisement

জলাধারে পড়ে যাওয়া কিশোরীকে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু পরিবারের সাতজনের

নিজেদের মেয়েকে বাঁচাতে গিয়ে সলিলসমাধি ঘটল গোটা পরিবারের। চিনের গুয়াংদং প্রদেশের শান্তুরের এক জলাধারে হাত ধুতে গিয়ে পা পিছলে পড়ে যায় ১৭ বছরের এক কিশোরী। সেই কিশোরীকে বাঁচানোর চেষ্টায় ডুবে মারা গেলেন পরিবারের সাতজন।

জলাধারে পড়ে যাওয়া কিশোরীকে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু পরিবারের সাতজনের

ওয়েব ডেস্ক: নিজেদের মেয়েকে বাঁচাতে গিয়ে সলিলসমাধি ঘটল গোটা পরিবারের। চিনের গুয়াংদং প্রদেশের শান্তুরের এক জলাধারে হাত ধুতে গিয়ে পা পিছলে পড়ে যায় ১৭ বছরের এক কিশোরী। সেই কিশোরীকে বাঁচানোর চেষ্টায় ডুবে মারা গেলেন পরিবারের সাতজন।

fallbacks

প্রথমে কিশোরীটি হাত ধুতে গিয়ে বিশাল বড় এক জলাধারে পড়ে যায়। চিত্‍কার শুনতে পেয়ে ছুটে আসে শিশুটির মা। এরপর একে একে শিশুটির বাবা, কাকা, পিসি, কাকিমা সহ পরিবারের আরও তিন নাবালিকা নেমে পড়ে জলাধারে। গভীর সেই জলাশয় থেকে কিশোরীকে উদ্ধারের চেষ্টায় দিশেহারা হয়ে যায় পুরো পরিবার। ততক্ষণাত্‍ তারা ঠিক করেন মানবশৃঙ্খল গড়ে কিশোরীকে উদ্ধার করা হবে। কিন্তু পরিবারের কারোরই সাঁতার জানা ছিল না। মানবশৃঙ্খল ভেঙে যেতেই একে একে হুড়মুড়িয়ে জলাশয়ে পড়ে যান পরিবারের সবাই। সলিলসমাধি হয়ে যায় গোটা পরিবারের। পরে পুলিস এসে মৃতদেহগুলি উদ্ধার করে।

 

TAGS

Read More