Home> দুনিয়া
Advertisement

গত রাতে আধ ঘণ্টা বন্ধ রইল ফেসবুক, হৃদরোগে আক্রান্ত হওয়ার কোনও খবর নেই

  ফেসবুকে বিশ্বব্যাপী বিপর্যয়!  শুক্রবার ভারতীয় সময় ৯টা ৩০  ।মিনিট  তিরিশের জন্য  স্তব্ধ হয়ে গেল ফেসবুক। ফেসবুক পেজে শুধু লেখা "Sorry, something went wrong''. বিপাকে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারী। আধ ঘণ্টা বন্ধ থাকল স্টেটাস আপডেট, লাইক, কমেন্ট।  

গত রাতে আধ ঘণ্টা বন্ধ রইল ফেসবুক, হৃদরোগে আক্রান্ত  হওয়ার কোনও খবর নেই

নিজস্ব প্রতিবেদন:  ফেসবুকে বিশ্বব্যাপী বিপর্যয়!  শুক্রবার ভারতীয় সময় ৯টা ৩০  ।মিনিট  তিরিশের জন্য  স্তব্ধ হয়ে গেল ফেসবুক। ফেসবুক পেজে শুধু লেখা "Sorry, something went wrong''. বিপাকে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারী। আধ ঘণ্টা বন্ধ থাকল স্টেটাস আপডেট, লাইক, কমেন্ট।  

ঘটনার ব্যখ্যা দিয়ে ফেসবুক জানিয়েছে, "" তথ্যপ্রযুক্তি সংক্রান্ত ত্রুটির  জন্য বিশ্ব জুড়ে ফেসবুক খনিক্ষণ বন্ধ ছিল। আমাদের ইঞ্জিনিয়রা তা দ্রুত ঠিক করতে সফল হয়েছেন।'' প্রভাব পড়ে ফেসবুক ওয়েব পেজ ও এর মোবাইল অ্যাপ্সে। রাত ১০টা ৩০ মিনিটে ফেসবুকের পরিষেবা ফের চালু হলেও  স্পিড নেমে গিয়েছিল বেশ তলানিতে।

ফেসবুক বন্ধ হয়ে যাওয়ায় চড়তে থাকে টুইটারের গতি। ফেসবুকে  যারা অনলাইন হতে পারছিলেন না,  তারা চলে যান টুইটার প্রফাইলে। টুইটারে ট্রেন্ড করতে শুরু করে "ফেসবুক'। এই ঘটনায় অবস্য "বন্ধুত্ব প্রিয়' কোনও ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। সোশাল সাইটে খোরাক করে রটে যায়,"" ফেসবুক ব্যবহার করতে আবার ভাড়া গুনতে হবে।''

 

Read More