Home> দুনিয়া
Advertisement

দুলে উঠল অফিস, ভেঙে গেল কম্পিউটার-জাপানে ভূমিকম্পের ফুটেজ (ভিডিও)

একদিনের ব্যবধানে ফের ভয়াবহ ভূমিকম্পে জাপানে। এই ভূমিকম্পে দক্ষিণ-পশ্চিম জাপানে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অসংখ্য বাড়ি মাটিতে মিশে গেছে। বহু লোক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে মনে করছে প্রশাসন।

দুলে উঠল অফিস, ভেঙে গেল কম্পিউটার-জাপানে ভূমিকম্পের ফুটেজ (ভিডিও)

ওয়েব ডেস্ক: একদিনের ব্যবধানে ফের ভয়াবহ ভূমিকম্পে জাপানে। এই ভূমিকম্পে দক্ষিণ-পশ্চিম জাপানে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অসংখ্য বাড়ি মাটিতে মিশে গেছে। বহু লোক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে মনে করছে প্রশাসন।

রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩। জারি হয়েছে সুনামির সতর্কতা। আগের ভূমিকম্পের হ্যাঙ্গওভার তখনও কাটেনি। ফের কেঁপে উঠল কুমামোতো শহর। দ্বিতীয় ভূমিকম্পে নতুন করে ভেঙে পড়ে আরও বাড়িঘর, ভেঙে পড়ে একটি হাইওয়ে ব্রিজও। আশঙ্কা করা হচ্ছে প্রায় ১১ জনের মৃত্যু ঘটেছে এই ভুমিকম্পে। আহত হয়েছেন অনেকে। উদ্ধারকার্য চলছে।
হাজার দেড়েকের বেশি সেনা নেমেছে উদ্ধারকাজে।

দেখুন ক্যামেরায় ধরা পড়া সেই ভূমিকম্পের ফুটেজ--
 

 

Read More