Home> দুনিয়া
Advertisement

Haj-এ যেতে গেলে এবছর হজযাত্রীদের মানতেই হবে এই শর্ত

ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র না থাকলে সৌদিতে ঢুকতে দেওয়া হবে না  

Haj-এ যেতে গেলে এবছর হজযাত্রীদের মানতেই হবে এই শর্ত

নিজস্ব  প্রতিবেদন: করোনা সংক্রমণের জেরে গত বছর খুব কম সংখ্যক মানুষকে হজের অনুমতি দিয়েছিল সৌদি সরকার। তবে বিদেশি কাউকে অনুমতি দেওয়া হয়নি। এবার জারি করা হচ্ছে নতুন ফরমান। 

আরও পড়ুন-ভোটবাংলায় মমতার জন্য গান বাঁধলেন কবীর সুমন  

সৌদি(Saudi Arabia) সরকার সিদ্ধান্ত নিয়েছে, করোনা ভ্যাকসিন না নিলে কাউকে হজ করতে দেওয়া হবে না। সৌদি স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, হজের জন্য সৌদিতে যেতে গেলে করোনা ভ্যাকসিন(Covid-19 vaccine) নিয়েই আসতে হবে। ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র না থাকলে সৌদিতে ঢুকতে দেওয়া হবে না। 

সৌদি সংবাদমাধ্যম ওকাজ-এর রিপোর্ট অনুযায়ী, সৌদিতে হজ(Haj) করতে আসার প্রধান শর্তই হল করোনা টিকা নেওয়া। সরকার হজ যাত্রীদের জন্য ওই টিকা বাধ্যতামূলক করেছে।

আরও পড়ুন-হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে Suvendu, অস্বস্তি Abhishek-এর

উল্লেখ্য, ইসলাম ধর্মালম্বীদের মধ্যে যাদের আর্থিক সামর্থ রয়েছে তাদের হজে যাওয়া বাধ্যতামূলক। গত বছর হজ প্রায় বন্ধই ছিল। ফলে এবছর গোটা দুনিয়া থেকেই সৌদিতে হজে লোকসংখ্যা বাড়বে। 

এদিকে, কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রক থেকে হজের নিয়মকানুন হাতে এলেই এবছরের হজে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

Read More