Home> দুনিয়া
Advertisement

Covid-19 situation: চিনে শীর্ষে সংক্রমণ, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে' দাবি বেজিংয়ের

১.৪ বিলিয়ন জনসংখ্যার  দেশ বলেছে যে করোনা পরিস্থিতি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। চিন বলছে, বেইজিং এবং অন্যান্য বড় শহরগুলিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়নি। 

Covid-19 situation: চিনে শীর্ষে সংক্রমণ, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে' দাবি বেজিংয়ের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিএফ.৭। ওমিক্রন সাব ভ্যারিয়্যান্ট। আপাতত করোনার এই প্রকারভেদটিই চিনে মরণতাণ্ডব শুরু করেছে। চিনের বেইজিং, চংকিং ও গুয়াংঝৌ শহরের শ্মশানগুলিতে সারি সারি মরদেহ দেখা গিয়েছে। তবে চিন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বেইজিং এবং অন্যান্য বড় শহরগুলিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়নি। ১.৪ বিলিয়ন জনসংখ্যার দেশ বলেছে যে করোনা পরিস্থিতি নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

আরও পড়ুন, Malala Yousafzai On Taliban: বিশ্ববিদ্যালয়ের দরজা ছাত্রীদের মুখের উপর বন্ধ করে দেওয়ায় তালিবানকে তীব্র আক্রমণ মালালার...

তবে এই নতুন ভয়ংকর পরিস্থিতিতে চিন আরও বৈজ্ঞানিকভাবে, আরও নিখুঁতভাবে পর্যালোচনা করবে। চিনের করোনা পরিস্থিতি আন্দাজ করা যাচ্ছে এবং নিয়ন্ত্রণে রয়েছে। চিনা স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, ‘আমরা বিশ্বাস করি যে চিনের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় চিনের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল ও সুশৃঙ্খলভাবে নতুন পর্যায়ে প্রবেশ করবে।'

তিনি আরও বলেন, "কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে চিন সরকার জনগণ জীবনকে প্রথমে রেখেছে এবং চিনের বাস্তবতার ভিত্তিতে সময়োপযোগী কোভিড-১৯ নীতি তৈরি করেছে। যা চিনা জনগণের সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠের স্বার্থের জন্য কাজ করবে। করোনা ভাইরাস যখন সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায় তখন আমাদের কাজ মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষা করে। কোভিড-১৯ পরিস্থিতি যখন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে তখন আমরা বিজ্ঞানসম্মত, আরও সুনির্দিষ্ট এবং আরও কার্যকর করার জন্য উচিত পদক্ষেপগুলি নেওয়ার চেষ্টা করছি।''

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চিন তাদের পরিস্থিতি সম্পর্কে সববিবরণ দেবে। যদিও সরকারি ভাবে এটুকু বলা হয়েছে, এখনই আতঙ্কের কিছু নেই, তবে করোনা-পরিস্থিতির উপর নিরন্তর নজর রেখে চলতে হবে। কিন্তু এরই মধ্যে এই বিএফ.৭ ভ্যারিয়্যান্টটির অস্তিত্ব নিয়ে খবর পাওয়ার পরে পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছে সন্দেহ নেই। কেননা, বিএফ.৭ ভ্যারিয়্যান্টটি থেকে বেজিং ভুগছে। বিএফ.৭ ভ্যারিয়্যান্টটি-কে বলা হচ্ছে 'হাইলি ট্রান্সমিসিবল'। ফলে, ভয় থাকছেই।

আরও পড়ুন, World's Largest Outbreak: প্রতিদিন ৩৭০ লাখ মানুষ করোনা আক্রান্ত! এ ভাবে চললে দেশটা তো উজাড় হয়ে যাবে...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More