Home> দুনিয়া
Advertisement

সবচেয়ে বড় ছাতা বানিয়ে ভারতের গিনিস রেকর্ড ভাঙল চিন

বিশ্বের সবচেয়ে বড় ছাতা বানিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল চিনের এক কোম্পানি। ২৩ মিটার ব্যাসার্ধ/পরিধি/ diameter এবং ১৪.৪ মিটার (৪৭ ফুট) লম্বা এই ছাতাটি বানিয়ে গিনিসে নাম তুলল পূর্ব চিনের জিইয়াংঝি প্রদেশের ছাতাপ্রস্তুতকারী কোম্পানি।  ২০১০ সালে ভারত এই গিনিস রেকর্ড তৈরি করেছিল।

সবচেয়ে বড় ছাতা বানিয়ে ভারতের গিনিস রেকর্ড ভাঙল চিন

ওয়েব ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় ছাতা বানিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল চিনের এক কোম্পানি। ২৩ মিটার ব্যাসার্ধ/পরিধি/ diameter এবং ১৪.৪ মিটার (৪৭ ফুট) লম্বা এই ছাতাটি বানিয়ে গিনিসে নাম তুলল পূর্ব চিনের জিইয়াংঝি প্রদেশের ছাতাপ্রস্তুতকারী কোম্পানি।  ২০১০ সালে ভারত এই গিনিস রেকর্ড তৈরি করেছিল।

৫.৭ টন বা প্রায় ৫ হাজার ৭০০ গ্রাম ওজনের এই চিনা ছাতাটি বসছে এক প্লাজায়। ৪১৮ স্কোয়ার মিটার জায়গা জুড়ে এই ছাতাটি রয়েছে।

২০১০ সালে ভারতের ম্যাক্স নিউ ইয়র্ক লাইফ ইনসিওরেন্স-এর তৈরি ছাতাটি এতদিন ছিল গিনিস বুকের বিচারে বিশ্বের সবচেয়ে বড়। ছাতাটির পরিধি ৫৬ ফুট, উচ্চতা ছিল ৩৬ ফুট (১০.৯৭ মিটার)। ছাতাটির ওজন ২ হাজার ২০০ কেজি। সেই রেকর্ডটাই ভেঙে দিল চিনের ছাতা কোম্পানি। 

(নিচের ছবিটি ভারতের গিনিসের রেকর্ড বইয়ে ওঠা ছাতাটির)

fallbacks

Read More