Home> দুনিয়া
Advertisement

ওমা! এটা কী? কী ভয়ঙ্কর দেখতে?

বাপরে! এটা কী? কী ভয়ঙ্কর দেখতে? জালে যখন প্রথম ধরা পড়ল তখন দেখে আঁতকে উঠেছিল সবাই। একহাত দূরে ছিটকে গিয়েছিলেন তাঁরা।

ওমা! এটা কী? কী ভয়ঙ্কর দেখতে?

ওয়েব ডেস্ক : বাপরে! এটা কী? কী ভয়ঙ্কর দেখতে? জালে যখন প্রথম ধরা পড়ল তখন দেখে আঁতকে উঠেছিল সবাই। একহাত দূরে ছিটকে গিয়েছিলেন তাঁরা।

বড় বড় চোখ। জ্বলজ্বল করছে। মুখের মধ্যে সূচের মতো তীক্ষ্ণ প্রায় শ’খানেক দাঁত। একবার কামড় দিলে মৃত্যু নিশ্চিত। গায়ে আদৌ চামড়া আছে না নেই বোঝার উপায় নেই। কাঁচা মাংসের মতো রং।

এমনই অদ্ভুত এক সামুদ্রিক প্রাণীর দেখা মিলল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া উপকূলে গভীর সমুদ্রে। যার পোশাকি নাম “লোফিওডেস এনডোই”। অনেকে আবার “মঙ্কফিশ”ও বলে থাকেন। আদতে অ্যাঙ্গলার ফিশ প্রজাতির একটি প্রাণী।

fallbacks

গত সপ্তাহে এই অস্ট্রেলিয়ার সোয়ানসিতেই আরেকটি এরকম কিম্ভূতদর্শন প্রাণীর খোঁজ মেলে। যেটাকে পাইক ইল বলে মনে করা হচ্ছে। দেখে মনে হবে কুমির ও ডলফিনের হাইব্রিড।

fallbacks

মঙ্কফিশ কি পাইক ইল, সোশাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই তা ভাইরাল।

Read More