Home> দুনিয়া
Advertisement

আন্তর্জাতিক চাপে আমাজনে জঙ্গলের আগুন নেভাতে সেনা পাঠাচ্ছে ব্রাজিল সরকার

পরিবেশবিদদের মতে, বায়ুমন্ডলের ২০ শতাংশ অক্সিজেনের উত্স আমাজনের জঙ্গল। আগুনে বিপুল পরিমাণ গাছে নষ্ট হওয়ায় তার প্রভাব পড়বে সারা বিশ্বে।

আন্তর্জাতিক চাপে আমাজনে জঙ্গলের আগুন নেভাতে সেনা পাঠাচ্ছে ব্রাজিল সরকার

নিজস্ব প্রতিবেদন: এতদিন আমাজনের জঙ্গলে আগুন নিয়ে এক প্রকার নিরুত্তাপ ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসনারো। ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয় বলে অন্য দেশের নাক গলানোকেও ভাল চোখে দেখছিলেন না তিনি। তবে, বিশ্বের তাবড় দেশের চাপের মুখে পড়ে অবশেষে মাথা নত করলেন জাইর। আমাজনের আগুন নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী মোতায়েন করলেন তিনি।

পরিবেশবিদদের মতে বায়ুমন্ডলের ২০ শতাংশ অক্সিজেনের উত্স আমাজনের জঙ্গল। তাই আমাজনে বিপুল পরিমাণ গাছে নষ্ট হওয়ায় তার প্রভাব শুধু ব্রাজিলে বা দক্ষিণ আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না। প্রভাব পড়বে সারা বিশ্বে। আমাজনের জঙ্গলের আগুন নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছে ট্রাম্প সরকার। ফ্রান্সে জি-সেভেন সম্মেলনেও এটি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

শুক্রবার আয়ারল্যান্ড জানায় পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলি লঙ্ঘন করছে ব্রাজিল সরকার। ইউরোপীয়ান ইউনিয়ন ও মার্কোসুর মুক্ত বাণিজ্য চুক্তিকে সমর্থন না করার হুমকি দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকর।

আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রাজিলের কড়া সমালোচনা হওয়ায় চাপে ব্রাজিলের শিল্পপতিরাও। বহুদিন ধরেই উন্নয়নশীল দেশগুলির আন্তর্জাতিক সংগঠনে(অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) যোগ দেওয়ার চেষ্টা করছে ব্রাজিল। প্যারিসের এই সংগঠনে আছে বিশ্বের ৩৭টি উন্নয়নশীল দেশে। ফলে, ব্রাজিলের অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে আশঙ্কায় ব্রাজিলের শিল্পপতিরা। কমতে পারে আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনাও। এই সকল কারণে সরকারের উপর চাপ সৃষ্টি করছিল ব্রাজিলের বণিক সংগঠনগুলি।

আরও পড়ুন: ভাষা আলাদা, স্বর এক, আমাজন অগ্নিকাণ্ডে নানা প্রান্তে বিক্ষোভের মুখে ব্রাজিল সরকার

আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবল চাপের মুখে কার্যত কোণঠাসা হয়ে পড়ে ব্রাজিল সরকার। শুক্রবার রোরাইমার গভর্নর অ্যান্টনিও দেনারিয়াম জানান, আগুন নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

শুধু তাই নয়, নিজেদের ভাবমূর্তি উদ্ধারেও উঠে পড়ে লেগেছে ব্রাজিল সরকার। একটি ১২ পাতার সার্কুলার জারি করে পরিবেশ রক্ষার্থে ব্রাজিল সরকারের পদক্ষেপগুলি এক প্রকার আঙুল দিয়ে দেখানোর চেষ্টায় ব্রাজিল সরকার।

প্রথমে এই বিশাল বিপর্যয়কে সাধারণ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও এবার পদক্ষেপ করল ব্রাজিল সরকার। ব্রাজিলের কৃষি মন্ত্রী টেরেজা ক্রিস্টিনা দিয়াস বললেন, "আমাজনের জঙ্গলের গুরুত্ব অপরিসীম। ব্রাজিল সরকার সে বিষয়ে ওয়াকিবহাল। আমাজনের জঙ্গলকে বাঁচাতে সবরকম চেষ্টা করবে সরকার।"

Read More