Home> দুনিয়া
Advertisement

আসবাবপত্র নিয়ে হোয়াইট হাউসে ঢুকতে এখনও কিছু দেরি আছে বাইডেনের

এখন চলছে 'ট্রানজিশন টিমে'র কাজের মেয়াদ

আসবাবপত্র নিয়ে হোয়াইট হাউসে ঢুকতে এখনও কিছু দেরি আছে বাইডেনের

নিজস্ব প্রতিবেদন: এখনই শিফ্ট নয়! নতুন ঠিকানায় যেতে কিঞ্চিৎ দেরি আছে বাইডেনের।

নতুন প্রেসিডেন্টের নতুন মেয়াদ শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসের ২০ তারিখে, দুপুর বারোটায়। অর্থাৎ, জো বাইডেন এবং কমলা হ্যারিস ২০২১-এর ২০ জানুয়ারি শপথ গ্রহণ করে দায়িত্ব নেবেন।

ওয়াশিংটনে জাঁকজমকপূর্ণ একটি 'অভিষেক' অনুষ্ঠান দিয়ে এই দায়িত্বগ্রহণ-পর্ব শুরু হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথ পাঠ করান।

নভেম্বরে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং জানুয়ারির ২০ তারিখে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাঝের সময়টিকে বলা হয় 'ট্রানজিশন'।

নব-নির্বাচিত প্রেসিডেন্ট একটি 'ট্রানজিশন টিম' গঠন করেন। যার কাজ ক্ষমতাগ্রহণ-পর্বে সব কিছুর প্রস্তুতি সম্পন্ন করা। বাইডেন টিমও একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে।

আপাতত বাইডেন ভাবুন ফাইনাল শিফ্টের সময়ে কী কী জিনিসপত্র নিয়ে তিনি ওই চিরঈপ্সিত 'সাদা বাড়ি'তে ঢুকবেন! 

আরও পড়ুন:  লতায়-পাতায় বাইডেন তা হলে ভারতেরই লোক!

Read More