Home> দুনিয়া
Advertisement

বাইডেনের জন্য দারুণ একটি চিঠি লিখে গিয়েছেন ট্রাম্প

চিঠির বিষয়বস্তু সম্বন্ধে কিছু জানাননি বাইডেন।

বাইডেনের জন্য দারুণ একটি চিঠি লিখে গিয়েছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন: প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ ভাষণেও ডোনাল্ড ট্রাম্প তাঁর উত্তরসূরী জো বাইডেনের নাম উল্লেখ করেননি। কিন্তু কে জানত, তিনি জো-র জন্য একটি চিঠি লিখে গিয়েছেন!   

জো বাইডেন (President Joe Biden)জানালেন, ট্রাম্প (former President Donald Trump) তাঁর জন্য একটি দারুণ চিঠি (a personal note) লিখে গিয়েছেন।

হোয়াইট হাউস (white house) ছেড়ে চলে যাওয়ার সময়ে বুধবার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য মানবিক একটি চিঠি রেখে গিয়েছেন ট্রাম্প। সেই চিঠি নতুন প্রেসিডেন্টের ভাল লেগেছে। দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের ওভাল অফিসে তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার এ কথা জানান আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রসঙ্গত, পাকাপাকি ভাবে হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়ার আগে পরবর্তী প্রেসিডেন্টের জন্য পূর্বতন প্রেসিডেন্টের এই চিঠি লিখে রেখে যাওয়ার প্রথা সেই জর্জ ওয়াশিংটনের আমল থেকেই চালু রয়েছে।

Also Read: মার্কিন মুলুকে ক্ষমতা হস্তান্তর, ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন Joe Biden

Read More