Home> দুনিয়া
Advertisement

গ্রিন কার্ড নিয়ে ট্রাম্পের নীতি প্রত্যাহার বাইডেনের

ভিসা-প্রশ্নে ট্রাম্পের যুক্তিকে ভিত্তিহীন বললেন বাইডেন।

গ্রিন কার্ড নিয়ে ট্রাম্পের নীতি প্রত্যাহার বাইডেনের


নিজস্ব প্রতিবেদন: ডোনাল্ড ট্রাম্পের নীতি খারিজ করলেন জো বাইডেন।

এইচ ১ বি ভিসা নিয়ে আমেরিকায় কাজ করতে এসে গ্রিন কার্ডের জন্য আবেদন করা নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Former President Donald Trump) দীর্ঘ দিনের আপত্তি ছিল। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden)নতুন ঘোষণায় এইচ ১ বি ভিসা নিয়ে কাজ করতে আসা অনাবাসীরা আমেরিকায় আবার গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ছেলের পানাহারের জন্য জবাবদিহি জাপানের প্রধানমন্ত্রীর

ট্রাম্পের যুক্তি, অনাবাসীদের জন্য কর্মসংস্থানে অসুবিধা হচ্ছে আমেরিকানদের। তাই তিনি আমেরিকানদের স্বার্থে করোনা-পর্বে (coronavirus pandemic) এইচ ১ বি ভিসা নিয়ে কাজ করতে আসা অনাবাসীরা  যাতে গ্রিন কার্ডের জন্য আবেদন না করতে পারেন, তা নিয়ে নিয়ম বলবৎ (immigration policies) করেছিলেন। কিন্তু নয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তাঁর পূর্বসূরির জারি করা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন। ট্রাম্পের জারি করা ভিসা-নিষেধাজ্ঞা বাতিল করে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বলেন, 'ট্রাম্পের যুক্তি ভিত্তিহীন। তাঁর নীতি আমেরিকায় থাকা পরিবারগুলিকে তাদের প্রিয়জনদের থেকে আলাদা করেছে। আমেরিকার বাণিজ্য আর অর্থনীতিরও ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: আমেরিকার কোভিডে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন বাইডেনের

Read More