Home> দুনিয়া
Advertisement

আইএস নয় কিশোরগঞ্জে হামলায় দায়ী জামাত-উল-মুজাহিদিনই, ফের দাবি বাংলাদেশ পুলিসের

আইএস নয় জেএমবি। কিশোরগঞ্জে হামলার ঘটনার নেপথ্যে দেশীয় জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনই (জেএমবি) দায়ী করল বাংলাদেশ পুলিশের। এর আগেও এমন দাবি করেছিল বাংলাদেশের পুলিস। বাংলাদেশ পুলিসের আইজি একেএম শাহিদুল হক জানিয়েছেন, ঢাকার হামলায় মৃত পাঁচ জঙ্গিই জামাত সদস্য। পুলিশের কাছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। বেশ কয়েকদিন ধরেই পুলিশ তাদের খুঁজছিল।

আইএস নয় কিশোরগঞ্জে হামলায় দায়ী জামাত-উল-মুজাহিদিনই, ফের দাবি বাংলাদেশ পুলিসের

ওয়েব ডেস্ক: আইএস নয় জেএমবি। কিশোরগঞ্জে হামলার ঘটনার নেপথ্যে দেশীয় জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনই (জেএমবি) দায়ী করল বাংলাদেশ পুলিশের। এর আগেও এমন দাবি করেছিল বাংলাদেশের পুলিস। বাংলাদেশ পুলিসের আইজি একেএম শাহিদুল হক জানিয়েছেন, ঢাকার হামলায় মৃত পাঁচ জঙ্গিই জামাত সদস্য। পুলিশের কাছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। বেশ কয়েকদিন ধরেই পুলিশ তাদের খুঁজছিল।
 

কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় আইএস-যোগের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছে তারা। সেই সঙ্গে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনাতেও আইএস-যোগ নেই বলে জানানো হয়েছে।  যদিও ঢাকার মতোই কিশোরগঞ্জ সন্ত্রাসেও জোরালো হচ্ছিল আইসিস যোগের ইঙ্গিত। নিহত হামলাকারী উচ্চবিত্ত পরিবারের সন্তান। নামজাদা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র। হামলার ধরণেও আইসিসের রণকৌশলের ছায়া। ঢাকা ও কিশোরগঞ্জকে মিলিয়ে দিয়েছে সন্ত্রাস। এবার মিলে গেল সন্ত্রাসবাদীর পরিচিতি।
 পড়ুন ঢাকার মতোই কিশোরগঞ্জ সন্ত্রাসেও জোরালো হচ্ছে আইসিস যোগের ইঙ্গিত
কিশোরগঞ্জে নিহত আততায়ীর নাম আবীর রহমান। আবীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ছাত্র। আবীরের বাবা সিরাজুল ইসলাম কুমিল্লার বাসিন্দা, কুমিল্লার দেবীদ্বার ছাড়াও ঢাকার বসুন্ধরায় বাড়ি আছে আবীরদের।

Read More