Home> দুনিয়া
Advertisement

Bangladesh Protest: 'অন্তবর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে', হাসিনার ইস্তফায় আশ্বাস সেনপ্রধানের

সেনাপ্রধান বলেন,  ''আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবো। আমরা আমাদের ওপর আস্থা রাখুন।''

Bangladesh Protest: 'অন্তবর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে', হাসিনার ইস্তফায় আশ্বাস সেনপ্রধানের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়ে ইতোমধ্যেই বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপরই সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখার অনুরোধ করে সেনাপ্রধানের বক্তব্য, 'দেশে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে। তবে সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন সমস্ত হত্যার বিচার করা হবে।'

আরও পড়ুন, Sheikh Hasina Resigns: প্রধানমন্ত্রীত্ব থেকে ইস্তফা হাসিনার! জনতার দখলে গণভবন...

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখুন। আপনারা আমার ওপর আস্থা রাখুন, একসঙ্গে কাজ করি। দয়া করে সাহায্য করুন। মারামারি, সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত থাকুন। আমরা সবাই মিলেই এই সুন্দর দেশ গড়েছি। তিনি বলেন, ''আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি।''

সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। যদিও অনির্বাচিত দল যেন ক্ষমতা দখল না করে, সেনাকে এই বার্তাই দিয়েছিলেন হাসিনার ছেলে সঞ্জীব জয় ওয়াজেদের। এদিকে বাংলাদেশের রাস্তা সেনাবাহিনীর দখলে। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। গোটা গণভবন জনতার দখলে। বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ভবন আন্দোলনকারীদের দখলে। বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙছেন বিক্ষোভকারীরা। তুমুল অশান্ত গোটা বাংলাদেশ। 

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় বাংলাদেশে অশান্তি ঠেকাতে কার্ফু জারি করা হয়েছিল। সোমবার থেকে তিন দিন ছুটিও ঘোষণা করে সরকার। তবে সোমবার সকাল থেকেই ঢাকার রাস্তায় কার্ফু উপেক্ষা করে ভিড় বাড়তে থাকে মানুষের। আন্দোলনকারীদের জমায়েতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসও ছোড়া হয়। কিন্তু আন্দোলন দমানো যায়নি

আরও পড়ুন, Sheikh Hasina: আওয়ামী সরকারের পতন! বিক্ষোভের মুখে বাংলাদেশ ছাড়লেন হাসিনা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

Read More