Home> দুনিয়া
Advertisement

ইয়েমেনের গৃহযুদ্ধে মৃত অন্তত ৭৪ শিশু, ঘরছাড়া লক্ষাধিক মানুষ

যুদ্ধ কবলিত ইয়েমেনে ঘর ছেড়েছেন ১ লক্ষ মানুষ, মৃত অন্তত ৭৪ জন শিশু। ২ সপ্তাহব্যাপী যুদ্ধে বিপর্যস্ত দক্ষিণ পশ্চিম এশিয়ার এই দেশ। গত বিশে মার্চ ইয়েমেনের রাজধানী সানায় আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান ১৩৭ জন। এরপর একটানা চলতে থাকে হামালা। আল-কায়দার একটি শাখা সংগঠন হাউথিস এই হামলার নেপথ্যে বলে অনুমান। কর্মসূত্রে সে দেশে বসবাসকারী প্রবাসীরা প্রাণ ভয়ে দ্রুত  ইয়েমেন ছাড়তে চাইছেন ইয়েমেনে বসবাসকারী প্রায় ২৫০০ ভারতীয় ইতিমধ্যেই দেশে ফিরেছেন। নিজেদের দেশে ফিরেছেন পাকিস্তান, বাংলাদেশের নাগরিকরাও।  

ইয়েমেনের গৃহযুদ্ধে মৃত অন্তত ৭৪ শিশু, ঘরছাড়া লক্ষাধিক মানুষ

ওয়েব ডেস্ক: যুদ্ধ কবলিত ইয়েমেনে ঘর ছেড়েছেন ১ লক্ষ মানুষ, মৃত অন্তত ৭৪ জন শিশু। ২ সপ্তাহব্যাপী যুদ্ধে বিপর্যস্ত দক্ষিণ পশ্চিম এশিয়ার এই দেশ। গত বিশে মার্চ ইয়েমেনের রাজধানী সানায় আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান ১৩৭ জন। এরপর একটানা চলতে থাকে হামালা। আল-কায়দার একটি শাখা সংগঠন হাউথিস এই হামলার নেপথ্যে বলে অনুমান। কর্মসূত্রে সে দেশে বসবাসকারী প্রবাসীরা প্রাণ ভয়ে দ্রুত  ইয়েমেন ছাড়তে চাইছেন ইয়েমেনে বসবাসকারী প্রায় ২৫০০ ভারতীয় ইতিমধ্যেই দেশে ফিরেছেন। নিজেদের দেশে ফিরেছেন পাকিস্তান, বাংলাদেশের নাগরিকরাও।  

প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছেন অনেকেই, কিন্তু এই যুদ্ধ ইতিমধ্যেই প্রাণ কেড়েছে অন্তত ৭৪টি শিশুর।

ইয়েমেনের বাতাসে বইছে বিষাক্ত গ্যাস। সারা দেশ জুড়ে ব্যাহত হয়েছে জলের পরিসেবা। স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। রাস্তার ওপর দিয়েই বইছে নর্দমার জল। অস্বাস্থ্যকর পরিবেশে সব থকে সমস্যায় শিশুরা। বাড়ছে রোগের প্রকোপ। ভয়াবহ হচ্ছে ইয়েমেনের অন্তর্বর্তী অবস্থা। হাসপাতালগুলিতে বাড়ছে আহত, অসুস্থদের সংখ্যা। 

Read More