Home> দুনিয়া
Advertisement

Amrullah Saleh: পঞ্জশিরে ভলিবলে মজে আফগানিস্তানের 'কার্যনির্বাহী প্রেসিডেন্ট'

পঞ্জশির প্রদেশের দখল নিতে মরিয়া তালিবান গোষ্ঠী

Amrullah Saleh: পঞ্জশিরে ভলিবলে মজে আফগানিস্তানের 'কার্যনির্বাহী প্রেসিডেন্ট'

নিজস্ব প্রতিবেদন: গোটা আফগানিস্তান কার্যত দখলে নিলেও তালিবানরা পঞ্জশির প্রদেশ কব্জা করতে পারেনি। আর সেখানেই খোশ মেজাজে ভলিবলে মেতেছেন আমরুল্লাহ সালেহ (Acting President Amrullah Saleh)। এই মুহূর্তে যিনি আফগানিস্তানের স্বঘোষিত 'কার্যনির্বাহী প্রেসিডেন্ট'। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সালেহর সঙ্গে দুই সশস্ত্র যোদ্ধাকেও দেখা গিয়েছে এই ভিডিয়োতে।

আরও পড়ুন: Taliban: তালিবানের পাঁচ সদস্যর দলই শাসন করতে পারে আফগানিস্তান

আরও পড়ুনAfghanistan: কাবুল থেকে অপহৃত ইউক্রেনের বিমান, উড়িয়ে নিয়ে যাওয়া হল ইরানে!

প্রয়াত তালিবান-বিরোধী মুজাহিদিন নেতা আহমদ শাহ মাসুদের (Ahmad Shah Massoud) ছেলে আহমদ মাসুদ এখন তালিবানিদের রুখতে মরিয়া। নিজস্ব বাহিনীও তৈরি করেছেন তিনি। পঞ্জশির থেকে তালিবদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন সালেহ-র সেনা। তালিবানিদের কাছে কার্যত দুর্গম ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে পঞ্জশির। অন্যদিকে তালিবানিদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে নর্দার্ন অ্যালায়েন্স। জানা গিয়েছে আনদারাবে দুই পক্ষের সংঘর্ষে ৩০০-রও বেশি তালিবান জঙ্গি নিহত হয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More