Home> দুনিয়া
Advertisement

১০, রাজাজি মার্গ এখন প্রণবহীন! ভারতরত্নর প্রয়াণে শোকস্তব্ধ আমেরিকা

মার্কিন স্টেট সেক্রেটারির দফতর থেকে বিবৃতি দিয়ে শোকপ্রকাশ করা হয়েছে।  

১০, রাজাজি মার্গ এখন প্রণবহীন! ভারতরত্নর প্রয়াণে শোকস্তব্ধ আমেরিকা

নিজস্ব প্রতিবেদন: সোমবার মহাপ্রয়াণ হয়েছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তবে শুধু দেশ নয় তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শোকবার্তা ভেসে এল মার্কিন মুলুক থেকেও। মার্কিন স্টেট সেক্রেটারির দফতর থেকে বিবৃতি দিয়ে শোকপ্রকাশ করা হয়েছে।

প্রণব মুখোপাধ্যায়ের নেতৃত্ব ভারতকে "গ্লোবাল পাওয়ার" হয়ে উঠতে সাহায্য করেছে। ভারত ও আমেরিকার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠার পিছনেও অবদান রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের। তাঁর মন্ত্রী থাকাকালীনই ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অসামরিক পরমাণু চুক্তি। তাঁর প্রয়াণে সারা আমেরিকা শোকস্তব্ধ। বিবৃতিতে একথা লিখেই সব আমেরিকাবাসীর পক্ষ থেকে প্রণব মুখোপাধ্যায়ের পরিবার ও ১৩০ কোটি ভারতবাসীকে সমবেদনা জানিয়েছে পম্পেওর দফতর।

খোদ স্টেট সেক্রেটারি মাইক পম্পেও টুইট করে লিখেছেন, " ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবরে দুঃখিত। তাঁর নেতৃত্বেই কাছাকাছি এসেছিল ভারত ও আমেরিকা। এই কঠিন সময়ে ভারতবাসীদের সমবেদনা জানাই।" গান স্যালুটে শেষ বিদায় জানানো হয়েছে ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়কে। ১০, রাজাজি মার্গ এখন প্রণবহীন।

আরও পড়ুন: বিপাকে PLA,চিনে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল গালওয়ান সংঘর্ষে নিহত চিনা সেনাদের কবরের ছবি

Read More