Home> দুনিয়া
Advertisement

Viral News: একী কাণ্ড! বিয়ের পর ১২ দিন সংসার করে স্বামী জানতে পারলেন স্ত্রী আসলে 'পুরুষ'...

Viral News: ভালোবেসে বিয়ে করেছেন। ১২ দিনের মাথায় স্বামী জানতে পারেন, তাঁর স্ত্রী আসলে নারীর ছদ্মবেশে থাকা একজন পুরুষ! 

Viral News: একী কাণ্ড! বিয়ের পর ১২ দিন সংসার করে স্বামী জানতে পারলেন স্ত্রী আসলে 'পুরুষ'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভালোবেসে বিয়ে করেছেন। ১২ দিনের মাথায় স্বামী জানতে পারেন, তাঁর স্ত্রী আসলে নারীর ছদ্মবেশে থাকা একজন পুরুষ! শুনে অবাক হচ্ছেন ? এঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়।

ইন্দোনেশিয়ান এক যুবক ভালোবেসে বিয়ে করেন তাঁর পছন্দের পাত্রীকে। বিয়ের ১২ দিনের মাথায় ২৬ বছর বয়সী ওই স্বামী জানতে পারেন, তার স্ত্রী আদিন্দা কানজা আসলে নারীর ছদ্মবেশে থাকা একজন পুরুষ। সাউথ চায়না মর্নিং পোস্টে বলা হয়, ওই যুবক ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের নারিঙ্গুল অঞ্চলের বাসিন্দা। ২০২৩ সালে সোশ্যাল মিডিয়ায় আদিন্দা কানজার সঙ্গে তাঁর পরিচয় হয়।

ওই যুবক বলেন, 'আদিন্দা কানজা সর্বদা মুসলিম পোশাক পরতেন। যার ফলে সর্বদা তাঁর পুরো মুখ ঢেকে থাকত। সেকারণে তাঁর মুখ দেখা সম্ভব হয়নি। প্রায় এক বছর পর ধরে প্রেমের সম্পর্কের পর দুজনেই বিয়ের পরিকল্পনা শুরু করি।' ওই যুবক কানজাকে বিয়ের প্রস্তাব দেয়। এ সময় আদিন্দা কানজা জানান, তাঁর পরিবারের কেউ বেঁচে নেই। তাই তাঁরা খুব সাদামাটাভাবে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয় একের বাড়িতে।  এরপর তারা গত ১২ এপ্রিলে বিয়ে করেন।

fallbacks

আরও পড়ুন:Pakistan Heatwave: ৫২ ডিগ্রিতে পুড়ছে দেশ, প্রতিবেশী দিল্লিতে ৪৯! কলকাতাও সেই পথে?

তবে চাঞ্চল্যকর বিষয় হল, বিয়ের পরেও আদিন্দা নিজের মুখ লুকিয়ে রাখতে থাকে। তাঁর স্বামীকে মুখ দেখাই না। আর রাতে আদিন্দা তাঁর স্বামীকে বলেন যে তাঁর মাসিকের অসুস্থতা আছে। এমন নানান অজুহাত দিয়ে স্বামীর ঘনিষ্ঠতা এড়ানোর চেষ্টাও চালাতে থাকেন আদিন্দা।

পরে ওই যুবক তার স্ত্রীর ওপর এমন আচরণের কারণে সন্দেহ মনে হয়। তখন যুবক খোঁজ নিয়ে জানতে পারে আদিন্দার বাবা-মা এখনও জীবিত আছেন এবং আদিন্দা আসলে একজন পুরুষ। তখন যুবক আশ্চর্য হন। আদিন্দার পুরো নামের অদ্যাক্ষরগুলো হলো ইএসএইচ। যিনি ২০২০ সাল থেকে নারীদের মতো পোশাক পরে চলাফেরা করতেন।

‘আদিন্দা বা ইএসএইচ’ কে পুলিস ইতোমধ্যেই গ্রেফতার করেছে। আদিন্দা বা ইএসএইচ বলেন, সে তাঁর ‘স্বামীর’  পরিবারের সম্পদ চুরি করার জন্য এই বিয়ে করেছে।  এ বিষয়ে পুলিস বলেছে, 'আপনি যদি তাঁদের বিয়ের ছবি দেখেন তাহলে দেখবেন, আদিন্দা দেখতে একেবারে সত্যিকারের নারীদের মতো। তাঁর কণ্ঠস্বরও নারীদের মতো। তাই তাঁকে পুরুষ বলে সন্দেহ করার কোনো কারণ ছিল না।'
পুলিস আরও জানিয়েছে, আদিন্দার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। ইন্দোনেশিয়ার আইন অনুসারে প্রতারণার অভিযোগে তাঁর চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 

আরও পড়ুন:Traffic Jam On Mount Everest: এভারেস্টে 'ট্রাফিক জ্যাম', পর্বতারোহীদের দীর্ঘ লাইনে বাড়ছে মৃত্যুর আশঙ্কা!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

Read More