Home> দুনিয়া
Advertisement

Afghanistan: আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় খুলছে; ছাত্রীরাও কি যাবে?

অর্থনৈতিক সঙ্কট এবং ছেলে-মেয়ের আলাদা বসার পরিকাঠামোর অভাবের কারণেই এই দেরি।

Afghanistan: আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় খুলছে; ছাত্রীরাও কি যাবে?

নিজস্ব প্রতিবেদন: গত বছরের অগস্টে তালিবান ক্ষমতা দখলের পরে আফগানিস্তানে বন্ধ ছিল সরকারি বিশ্ববিদ্যালয়। এবার সেগুলি খুলে দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারি থেকেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা জানিয়েছেন তালিবানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী। 

কাবুলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেছেন উচ্চশিক্ষামন্ত্রী শেখ আব্দুল হাক্কানি। তিনি বলেন, শীত কম পড়েছে এমন প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলি আগামী ২ ফেব্রুয়ারি এবং শীত বেশি এমন প্রদেশে আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়গুলি খুলে দেওয়া হবে। নারী শিক্ষার্থীরা এখনই ক্লাসে ফিরবেন কিনা, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এর আগে তিনি নারী শিক্ষার্থীদের জন্য পৃথক শ্রেণিকক্ষের কথা বলেছিল তালেবান। এবারও শেখ আব্দুল হাক্কানি একই কথা বলেছেন। তাতে সংশ্লিষ্ট মহল মনে করছে,এর অর্থ মেয়েরাও ফিরছে শিক্ষার বৃত্তে।

এই নিয়ে প্রশ্নচিহ্ন জাগছে, তার কারণ, এখনও পর্যন্ত তালিবান সরকার দেশটির বেশির ভাগ এলাকায় শুধু ছেলেদের জন্যই হাইস্কুলগুলি খুলে দিয়েছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলেছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই শ্রেণিকক্ষে ফিরতে পারেনি মেয়েরা। এবার সম্ভবত, সেটার বদল ঘটছে। 

কিন্তু কেন শিক্ষাপ্রতিষ্ঠানের তালা খুলতে দেরি হল?

তালিবানের তরফে জানানো হয়েছে, দেশের অর্থনৈতিক সঙ্কট এবং ছেলে-মেয়ের আলাদা বসার পরিকাঠামোর অভাবের কারণেই এই দেরি।  

বিশ্ববিদ্যালয়গুলির তরফে এর আগে জানানো হয়েছিল যে, গত ছ'মাস ধরে তারা অনিশ্চয়তার মধ্যে বাস করছে। সম্ভবত এবার তাদের মুখেও হাসি ফুটবে।

তবে আফগানিস্তানের ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটারও কারণ থাকছে। কারণ, তালিবানের তরফে জানা গিয়েছে, অচিরেই এক আন্তর্জাতিক বিশ্ববিদ্য়ালয়ের পরিকল্পনা করছে তারা। সেখানে যন্ত্রবিদ্যা, কৃষিবিদ্যা ইত্যাদি পড়ানো হবে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Land of the Midnight Sun: চির-আলোর দেশ! এই সব জায়গায় সূর্য অস্তই যায় না!

Read More