Home> দুনিয়া
Advertisement

নেপালে ত্রান সরবরাহকারী কপ্টার দুর্ঘটনা, মৃত ৪

নেপালে ভূমিকম্প ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রানের কাজে ব্যবহৃত একটি কপ্টার দুর্ঘটনার কবলে পড়ল। এক মহিলা যাত্রী সহ কপ্টারের চার যাত্রীই মারা গিয়েছেন।

নেপালে ত্রান সরবরাহকারী কপ্টার দুর্ঘটনা, মৃত ৪

ওয়েব ডেস্ক: নেপালে ভূমিকম্প ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রানের কাজে ব্যবহৃত একটি কপ্টার দুর্ঘটনার কবলে পড়ল। এক মহিলা যাত্রী সহ কপ্টারের চার যাত্রীই মারা গিয়েছেন।

নেপালের পুলিস জানিয়েছে, কাঠমান্ডুর মাউনটেন এই কপ্টারটি রাজধানীর উত্তরে জঙ্গল অঞ্চলে নামার সময় ভেঙে পড়ে। কাঠমান্ডু থেকে ফেরার সময় সিন্ধুপালচক প্রদেশের যমুনা বালেফি গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে। এক মহিলা সহ চার জনের মৃতদেহ উদ্ধার করেছে নেপালের সেনারা। চপারটিতে আগুন লেগে গিয়েছিল বলে জানা গিয়েছে।

এদিকে, নেপালে আজও মৃদু কম্পন অনুভূত হয়। নেপালের বিভিন্ন জায়গায় স্কুল এখন খুলে গিয়েছে। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে প্রত্যন্ত অঞ্চলে এখনও ত্রানের হাহাকারের খবর পাওয়া যাচ্ছে। 

Read More