Home> দুনিয়া
Advertisement

১২ বছরেই ৪টি ডিগ্রি, এবার লক্ষ্য ডাক্তার হওয়ার

জিনিয়াস বোধহয় একেই বলে। ১২ বছরের ছেলে তনিষ্ক আব্রাহাম। এরই মধ্যে সে যা সব কাণ্ড ঘটিয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এইটুকু বয়স আর এর মধ্যেই এত!

১২ বছরেই ৪টি ডিগ্রি, এবার লক্ষ্য ডাক্তার হওয়ার

ওয়েব ডেস্ক: জিনিয়াস বোধহয় একেই বলে। ১২ বছরের ছেলে তনিষ্ক আব্রাহাম। এরই মধ্যে সে যা সব কাণ্ড ঘটিয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এইটুকু বয়স আর এর মধ্যেই এত!

এই ছোট্ট ছেলেটা করেছেটা কী? বয়স এখন তাঁর মাত্র ১২ বছর। এর মধ্যে তিনটি কলেজ থেকে চারটি বিষয়ে ডিগ্রি অর্জন করে বসে আছে একরত্তি ছেলে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাকরামেন্টার বাসিন্দা তনিষ্ক আব্রাহাম। ছোটবেলা থেকেই জানার ইচ্ছা প্রবল। পড়াশোনা তার কাছে খেলার মতো। মাত্র সাত বছর বয়সেই জেদ করে কলেজে ভর্তি হয় তনিষ্ক। তারপর একটা একটা করে জেনারেল সায়েন্স, অঙ্ক, পদার্থ বিজ্ঞান ও ফরেন ল্যাঙ্গুয়েজে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করে তনিষ্ক। এবার তার লক্ষ্য মেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি। আবেদন করেছে অনেকগুলি কলেজে। দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়ে গিয়েছে। তবে এখানেই শেষ নয়। ইঞ্জিনিয়ারিং পড়া হলে পরের টার্গেট ডাক্তারি পড়া। পড়াশোনা শেষ হলে ডাক্তারি নিয়ে গবেষণা করা তনিষ্কের জীবনের লক্ষ্য।

Read More