Home> দুনিয়া
Advertisement

মক্কায় মৃত ৭১৭ জন মৃতের মধ্যে রয়েছেন ১৪ ভারতীয়, আহত ৮৬৩

শেষ খবর পাওয়া পর্যন্ত মক্কায় হজযাত্রায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৭। মৃতেদর মধ্যে ১৪ জন ভারতীয় রয়েছেন বলে টুইট করে জানিয়েছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৮৬৩ জন হজযাত্রী। এদের মধ্যেও রয়েছেন ১৩ জন ভারতীয়। এই বছর ইল-অল-আধা উপলক্ষে মক্কায় হজযাত্রায় গিয়েছেন ১ লক্ষ ভারতীয়।

মক্কায় মৃত ৭১৭ জন মৃতের মধ্যে রয়েছেন ১৪ ভারতীয়, আহত ৮৬৩

ওয়েব ডেস্ক: শেষ খবর পাওয়া পর্যন্ত মক্কায় হজযাত্রায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৭। মৃতেদর মধ্যে ১৪ জন ভারতীয় রয়েছেন বলে টুইট করে জানিয়েছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৮৬৩ জন হজযাত্রী। এদের মধ্যেও রয়েছেন ১৩ জন ভারতীয়। এই বছর ইল-অল-আধা উপলক্ষে মক্কায় হজযাত্রায় গিয়েছেন ১ লক্ষ ভারতীয়।

মিনার থামে পাথর ছুঁড়ে অশুভ আত্মা দূর করার সময়ই হঠাত্ ভিড়ে হুড়োহুড়িতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মূল মক্কা শহর থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত মিনা উপত্যকা। হজযাত্রা শেষে মিনা শহরের স্ট্রিট ২০৪-এ জমায়েত হয়েছিলেন হজযাত্রীরা।

ভারত সরকারের হেল্পলাইন নম্বর-00966125458000, 00966125496000
তীর্থযাত্রীদের জন্য টোল ফ্রি নম্বর-8002477786

Read More