Home> দুনিয়া
Advertisement

মধ্য ইস্তানবুলের বিস্ফোরণে মৃত ১০, আহত ১৫

মধ্য ইস্তানবুলে বিস্ফোরণ। মঙ্গলবার দুপুর ২.৪০ নাগাদ ইস্তানবুলের সুলতানাহমেতে ঘটে বিস্ফোরণটি। স্থানীয় সংবাদমাধ্যমে থেকে বিস্ফোরণের ভিডিও দেখানো হয়। এখনও পর্যন্ত প্রায় ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে খবর। তবে কীভাবে বিস্ফোরণটি হয়েছে তা এখনও পর্যন্ত জানতে পারা যায়নি। তবে পুলিসের অনুমান কোনও আত্মঘাতী বোমার জেরেও বিস্ফোরণটি হতে পারে। বিস্ফোরণের পরেই ওই স্থানটি আটকে দিয়েছে স্থানীয় পুলিস। ইস্তানবুলের এই সুলতানাহমেত হল পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি স্থান। যেখানে এই সুলতানাহমেতেই বিস্ফোরণটি ঘটে। এখানেই টপকাপি প্যালেস, ব্লু মসজিদ, হ্যাগিয়া সোফিয়ার মতো স্মৃতি সৌধগুলি বর্তমান।

মধ্য ইস্তানবুলের বিস্ফোরণে মৃত ১০, আহত ১৫

ওয়েব ডেস্ক: মধ্য ইস্তানবুলে বিস্ফোরণ। মঙ্গলবার দুপুর ২.৪০ নাগাদ ইস্তানবুলের সুলতানাহমেতে ঘটে বিস্ফোরণটি। স্থানীয় সংবাদমাধ্যমে থেকে বিস্ফোরণের ভিডিও দেখানো হয়। এখনও পর্যন্ত প্রায় ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে খবর। তবে কীভাবে বিস্ফোরণটি হয়েছে তা এখনও পর্যন্ত জানতে পারা যায়নি। তবে পুলিসের অনুমান কোনও আত্মঘাতী বোমার জেরেও বিস্ফোরণটি হতে পারে। বিস্ফোরণের পরেই ওই স্থানটি আটকে দিয়েছে স্থানীয় পুলিস। ইস্তানবুলের এই সুলতানাহমেত হল পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি স্থান। যেখানে এই সুলতানাহমেতেই বিস্ফোরণটি ঘটে। এখানেই টপকাপি প্যালেস, ব্লু মসজিদ, হ্যাগিয়া সোফিয়ার মতো স্মৃতি সৌধগুলি বর্তমান।

প্রসঙ্গত, তুরস্কে ২০১৫ সালে ২ বার বিস্ফোরণ ঘটে। তুরস্কের বর্ডারে আত্মঘাতী বিস্ফোরনোটি ঘটেছিল। ৩০-এরও বেশি মানুষ মারা যান জুলাই মাসের আত্মঘাতী বিস্ফোরণের জেরে। এর কিছু মাস বাদে অক্টোবর মাসে তুরস্কের সব থেকে ব্যস্ততম রেল স্টেশন আঙ্কারাতে পর পর দুটি বিস্ফোরণ ঘটে। যার জেরে নিহত হন বহু মানুষ।

Read More