দিল্লি, ভারত

ঘন ধোঁয়ায় ঢেকেছে ভারতের রাজধানী। দূষণের তালিকার প্রথমেই আছে শহর দিল্লি। এয়ার গাইডলাইন্স অনুযায়ী দিল্লির দূষণ মাত্রা ৪৮৩।

লাহোর, পাকিস্তান

দিল্লির পরই তালিকায় আছে পাকিস্তানের লাহোর। এয়ার গাইডলাইন্স অনুযায়ী লাহোরের দূষণ মাত্রা ৩৭১।

কলকাতা, ভারত

দূষণের তালিকায় ভারতের মোট তিনটি শহর আছে। তার মধ্যে আছে কলকাতায়। কলকাতার দূষণ মাত্রা ২০৬।

ঢাকা, বাংলাদেশ

তালিকা থেকে বাদ পড়েনি বাংলাদেশের রাজধানীও। এয়ার গাইডলাইন্স অনুযায়ী ঢাকার দূষণ মাত্রা ১৮৯।

করাচি, পাকিস্তান

পাকিস্তান থেকে দ্বিতীয় স্থানে এবং বিশ্বের পাঁচ নম্বর স্থানে আছে করাচি। করাচির বায়ু দূষণ মাত্রা ১৬২।

মুম্বই, ভারত

ভারতের তৃতীয় যে শহরটি তালিকায় আছে, সেটি হল মুম্বই। অন্য দু’ই শহরের তুলনায় কম হলেও, মুম্বই-এর বায়ু দূষণের মাত্রাও ১৬২।

সেনওয়াং, চিন

চিনের সেনওয়াং আছে তালিকার সাত নম্বরে। এয়ার গাইডলাইন্স অনুযায়ী সেনওয়াং-এর দূষণ মাত্রা ১৫৯।

হ্যাংঝৌ, চিন

চিনের হ্যাংঝৌও আছে এই তালিকার সাতে। সেখানেরও বায়ু দূষণের মাত্রা ১৫৯।

কুয়েত শহর, কুয়েত

কুয়েত দেশের কুয়েত শহর আছে তালিকার আটে। এয়ার গাইডলাইন্স অনুযায়ী কুয়েতের দূষণ মাত্রা ১৫৫।

হুয়ান, চিন

তালিকার শেষে আছে চিনের হুয়ান শহর। এয়ার গাইডলাইন্স অনুযায়ী হুয়ান শহরের দূষণ মাত্রা ১৫২।

VIEW ALL

Read Next Story