টিটিদের বক্তব্য

টিটিদের পাল্টা যুক্তি ছিল, তারা বিনা টিকিটের যাত্রীদের আটক করে বিধাননগর রোড স্টেশনের টিটি রুমে নিয়ে যাচ্ছিলেন। কারুর গায়ে হাত দেওয়া হয়নি।

যাত্রীদের কী অভিযোগ

যাত্রীদের অভিযোগ ছিল, তাদের কাছে টিকিট না থাকায় টিটিরা দল বেঁধে তাদের মারধর করে। যা বেআইনি। বিনা টিকিটের যাত্রীকে আটক করা যায়, জরিমানা করা যায়। তাদের গায়ে হাত তোলার কারুর এক্তিয়ার নেই।

হাসপাতালে আহতরা

আক্রান্ত টিটিদের আজ বয়ান নেওয়া হবে। ৩ আহত টিটি আপাতত হাসপাতালে চিকিৎসাধিন।

চিহ্নিত কয়েকজন

Cctv ফুটেজ খতিয়ে দেখে কয়েকজনকে ইতিমধ্যেই সনাক্ত করা হয়েছে বলেই GRP সূত্রে খবর। গতকাল ঘটনায় এক মহিলা সহ তিন টিটি আক্রান্ত হয়েছিল।

জিআরপি-তে অভিযোগ

অয়ন ঘোষাল: শুক্রবার বিধাননগর স্টেশনে অশান্তি, ভাঙচুর ও রেল কর্মীদের মারধর করার ঘটনায় GRP-তে অভিযোগ দায়ের। শিয়ালদহ GRP-তে অভিযোগ দায়ের।

VIEW ALL

Read Next Story