Home> প্রযুক্তি
Advertisement

দুর্দান্ত বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসছে শাওমি ৬এক্স

জানা গিয়েছে, একই সঙ্গে তিন রকমের বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসতে চলেছে শাওমি ৬এক্স। ফোনের বৈশিষ্ট্য অনুযায়ী দামেরও তফাত হবে।

দুর্দান্ত বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসছে শাওমি ৬এক্স

আগামী ২৫ এপ্রিল লঞ্চ করতে চলেছে শাওমি ৬এক্স বা শাওমি এ২। এনডিটিভি-র প্রতিবেদনে অন্তত এমনটাই দাবি করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী কী স্মার্ট বৈশিষ্ট্য মিলছে শাওমির এই নতুন ফোনে।

আরও পড়ুন: বিজ্ঞাপনের স্বাদ বদল, সৌজন্যে ডিএনএ-র অগমেন্টেড রিয়্যালিটি

১) উচ্চমানের সোনি সেন্সর যুক্ত ২০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে শাওমি ৬এক্স বা শাওমি এ২-এ।

২) শাওমির নতুন এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। এরই সঙ্গে থাকছে অ্যানড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ছবি, ভিডিও কীভাবে ফিরে পাবেন?

৩) জানা গিয়েছে, একই সঙ্গে তিন রকমের বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসতে চলেছে শাওমি ৬এক্স। এক, ৪ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম, দুই, ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। ফোনের বৈশিষ্ট্য অনুযায়ী দামেরও তফাত হবে।

আরও পড়ুন: 'জলের দরে' এইচডি চ্যানেল দেবে জিও!

৪) শাওমি ৬এক্স বা শাওমি এ২-এ থাকছে ২৯১০ এএমএইচ ব্যাটারি। এরই সঙ্গে থাকছে ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। তবে ফোনগুলির দাম এখনও জানা যায়নি।

Read More