Home> প্রযুক্তি
Advertisement

পুজোর আগেই জোর টক্কর Jio-র সঙ্গে! ২০০ টাকারও কমে Vi আনল একাধিক দুর্দান্ত প্রিপেড প্ল্যান!

Vi-এর নতুন সস্তার প্ল্যানগুলির মধ্যে রয়েছে ১৯ টাকার প্ল্যানও!

পুজোর আগেই জোর টক্কর Jio-র সঙ্গে! ২০০ টাকারও কমে Vi আনল একাধিক দুর্দান্ত প্রিপেড প্ল্যান!
Sudip Dey|Updated: Oct 11, 2020, 05:05 PM IST

নিজস্ব প্রতিবেদন: ভারতের টেলিকম বাজারে এখন Jio-র একছত্র আধিপত্য! Jio-কে টেক্কা দিতে উৎসবের মরসুমে এক ঝাঁক নতুন সস্তার প্ল্যান নিয়ে হাজির হল Vi। পুজোর আগেই ২০০ টাকারও কমে একাধিক প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে সংস্থা!

Vi-এর নতুন সস্তার প্ল্যানগুলির মধ্যে রয়েছে ১৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের পাশপাশি রয়েছে ২০০ এমবি ডেটা ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের মেয়াদ ২ দিন।

এছাড়াও Vi-এর নতুন প্ল্যানগুলির মধ্যে রয়েছে ১৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে মিলবে প্রতিদিন ১ জিবি হাইস্পিড ডেটা, ১০০টি করে এসএমএস সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যানের মেয়াদ ২৪ দিন।

Vi-এর নতুন সস্তার প্ল্যানগুলির মধ্যে রয়েছে ১২৯ টাকার একটি প্ল্যান। এই প্ল্যানে মিলবে মোট ২ জিবি হাইস্পিড ডেটা, ৩০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন।

এছাড়াও Vi-এর নতুন প্ল্যানগুলির মধ্যে রয়েছে ১৪৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে মিলবে মোট ৩ জিবি হাইস্পিড ডেটা, ৩০০টি এসএমএস সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা ২৮ দিনের জন্য।

Vi-এর অন্যান্য প্ল্যান:

১) ২৪৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।

২) ২৯৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ২+২ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।

৩) ৩৯৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ৫৬ দিনের।

৪) ৫৯৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিনের।

আরও পড়ুন: বছরের শেষে বেশ কিছু স্মার্টফোনে আর ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ

৫) ১৪৯ টাকার প্ল্যানে মিলবে মোট ২ জিবি ইন্টারনেট ডেটা + ৩০০টি SMS। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।

৬) ৩৭৯ টাকার প্ল্যানে মিলবে মোট ৬ জিবি ইন্টারনেট ডেটা + ১০০০টি SMS। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিনের।

এ ছাড়াও রয়েছে একটি ২,৩৯৯ টাকার একটি বার্ষিক প্ল্যান। এই প্ল্যানে মিলবে মোট প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিনের। প্রতিটি প্ল্যানের ক্ষেত্রেই আনলিমিটেড টকটাইম পাওয়া যাবে।