Home> প্রযুক্তি
Advertisement

টুইটারে তারা বিয়োগ, হৃদয় যোগ

এবার সোশ্যাল নেটওয়ার্কিং মাইক্রো ব্লগিং সার্ভিস টুইটারে ছোট্ট একটা পরিবর্তন আসছে। টুইটারে ফেভারিট টুইট-এর সঙ্কেত হিসাবে ব্যবহার করা হয় স্টার বা তারা চিহ্ণ। এবার তারার পরিবর্তে আসছে হার্ট সিম্বল।

টুইটারে তারা বিয়োগ, হৃদয় যোগ

ওয়েব ডেস্ক: এবার সোশ্যাল নেটওয়ার্কিং মাইক্রো ব্লগিং সার্ভিস টুইটারে ছোট্ট একটা পরিবর্তন আসছে। টুইটারে ফেভারিট টুইট-এর সঙ্কেত হিসাবে ব্যবহার করা হয় স্টার বা তারা চিহ্ণ। এবার তারার পরিবর্তে আসছে হার্ট সিম্বল।

এতদিন টুইটারে  সব স্ট্যাটাসে রিটুইটের আইকনের পাশে একটা স্টার থাকত। সেখানে ক্লিক করলে স্টারটি হলুদ হয়ে যেত। হলুদ হওয়ার অর্থ আপনি টুইট/স্ট্যাটাসটিকে ফেভারিট করলেন। সাধারণত আকর্ষণীয় স্ট্যাটাসগুলোকে ফেভারিট করা হয়। এই স্ট্যাটাসগুলো পরবর্তিতে হোম পেইজের ফেভারিট অপশন থেকে দেখতে পাওয়া যায়।

ফেসবুক, হোয়টসঅ্যাপের বাড়বাড়ন্তের যুগে টুইটারকে আরও বেশী আকর্ষণীয় করে তোলার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই পদক্ষেপের অঙ্হ হিসাবে হৃদয় চিহ্ণকে ঢুকিয়ে ব্যবহারকারীদের কাছে আরও কাছে যাওয়ার চেষ্টা করল টুইটার। এ ছাড়াও টুইটারে ১৪০ শব্দের সীমাবদ্ধতা উঠে যেতে চলেছে।

Read More