Home> প্রযুক্তি
Advertisement

ফ্লিপকার্টের উচ্চপদস্থ অফিসাররা কত টাকা বেতন পান জানেন?

অনলাইন শপিং সাইটগুলির মধ্যে ফ্লিপকার্টের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ইন্টারন্যাশনাল এজেন্সি মর্গান স্ট্যানলির বক্তব্য অনুযায়ী, গত বছর অর্থাত্‌ ২০১৬ সালে ফ্লিপকার্টের মার্কেট ভ্যালু ছিল ৫ বিলিয়ন USD।

ফ্লিপকার্টের উচ্চপদস্থ অফিসাররা কত টাকা বেতন পান জানেন?

ওয়েব ডেস্ক: অনলাইন শপিং সাইটগুলির মধ্যে ফ্লিপকার্টের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ইন্টারন্যাশনাল এজেন্সি মর্গান স্ট্যানলির বক্তব্য অনুযায়ী, গত বছর অর্থাত্‌ ২০১৬ সালে ফ্লিপকার্টের মার্কেট ভ্যালু ছিল ৫ বিলিয়ন USD।

২০০৭ সালে সচিন বনশল এবং বিনি বনসল ফ্লিপকার্ট প্রতিষ্ঠা করেন। তারপর থেকে দেশে ই-কমার্স সাইটগুলির মধ্যে প্রচন্ড জনপ্রিয় হয়ে ওঠে ফ্লিপকার্ট। শোনা যায়, ফ্লিপকার্ট তার উচ্চপদস্থ কর্মীদের বেশ মোটা অঙ্কের বেতন দিয়ে থাকে।

ডেটা প্ল্যাটফর্ম টফলারের তথ্য অনুযায়ী, ২০১৫-র এপ্রিল থেকে ২০১৬-র মার্চের মধ্যে ৬ জন কর্মীকে ১০ কোটির বেশি বেতন দিয়েছে। এবং ১০১ জন কর্মীকে ১ কোটিরও বেশি বেতন দিয়েছে। ফ্লিপকার্টের কর্মীদের মধ্যে বেতনের তালিকায় যাঁরা শীর্ষে রয়েছেন, তাঁদের বেতনের অঙ্কটা জেনে নিন-

১) মেকিন মাহেশ্বরী- বয়স ৩৬ বছর। ফ্লিপকার্টের চিফ পিউপিল অফিসার। ৮ বছরের অভিজ্ঞতা। বেতন ৩৫.৩ কোটি টাকা।

আরও পড়ুন গত বছর সবথেকে বেশি মোবাইল ব্যবহারকারী রিলায়েন্স জিও সার্চ করেছেন

২) অঙ্কিত নাগোরি- বয়স ৩১ বছর। ফ্লিপকার্টের চিফ বিজনেস অফিসার। ৪ বছরের অভিজ্ঞতা। বেতন ২১.৯ কোটি টাকা।

৩) মুকেশ বনশল- বয়স ৪১ বছর। মিন্ত্রা (Myntra)-র সহ-প্রতিষ্ঠাতা এবং ফ্লিপকার্টের CEO। বেতন ২১.৮ কোটি টাকা।

৪) সমীর নিগম- বয়স ৩৯ বছর। ১০ বছরের অভিজ্ঞতা। ফ্লিপকার্টের সিনিয়র ভিপি। বেতন ১৭.৭ কোটি টাকা।

আরও পড়ুন মেসির শেষ মুহূর্তে ফ্রিক কিক থেকে করা দুরন্ত গোলে মুখ রক্ষা হল বার্সেলোনার

৫)আমোদ মালভিয়া- বয়স ৩৫ বছর। ফ্লিপকার্টের চিফ টেকনোলজি অফিসার। ৮ বছরের অভিজ্ঞতা। বেতন ১১.৭ কোটি টাকা।

৬) রাহুল চারি- বয়স ৩৮ বছর। ফ্লিপকার্টের VP of Engineering। বেতন ১০.১ কোটি টাকা।

Read More