Home> প্রযুক্তি
Advertisement

ডাউনলোড স্পীডে সবাইকে পিছনে ফেলে তালিকার শীর্ষে জিও

গ্রাহকদের পরিষেবা দেওয়ায় অন্যান্য সার্ভিস প্রোভাইডরদের তুলনায় মোটেই পিছিয়ে নেই জিও । বরং অনেকটা এগিয়ে রয়েছে। নেটওয়ার্ক নিয়ে এখনও কিছু মানুষের মনে ক্ষোভ রয়েছে। কিন্তু তাও বেশিরভাগ মানুষই জিও –র পরিষেবা নিয়ে খুশি। এবার জিও গ্রাহকদের জন্য আরও একটি সুখবর।

ডাউনলোড স্পীডে সবাইকে পিছনে ফেলে তালিকার শীর্ষে জিও

ওয়েব ডেস্ক: গ্রাহকদের পরিষেবা দেওয়ায় অন্যান্য সার্ভিস প্রোভাইডরদের তুলনায় মোটেই পিছিয়ে নেই জিও । বরং অনেকটা এগিয়ে রয়েছে। নেটওয়ার্ক নিয়ে এখনও কিছু মানুষের মনে ক্ষোভ রয়েছে। কিন্তু তাও বেশিরভাগ মানুষই জিও –র পরিষেবা নিয়ে খুশি। এবার জিও গ্রাহকদের জন্য আরও একটি সুখবর।

ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাসে ডাউনলোড স্পীডে জিও ছাপিয়ে গিয়েছে অন্যান্য সমস্ত সার্ভিস প্রোভাইডরগুলিকে। ডাউনলোড স্পীডে তালিকার শীর্ষে এখন জিও । ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাসে জিও –র ডাউনলোড স্পীড ছিল ১৯.১২ মেগাবাইট প্রতি সেকেন্ডে। অর্থাত্‌ একটা সিনেমা ডাউনলোড করতে জিও সময় নিয়েছে ৫ মিনিট। অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলি ডাউনলোডের দিক থেকে জিও –র থেকে অনেক পিছিয়ে।

শিখে নিন কীভাবে সহজেই বানাবেন ‘রোস্ট চিকেন’

৬ সপ্তাহে কত কোটি হল ‘বাহুবলী ২’-এর বক্স অফিস কালেকশন?

Read More