Home> প্রযুক্তি
Advertisement

৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪ জিবি RAM-সহ বিক্রি শুরু হল Realme Narzo 10

আসুন এক নজরে দেখে নেওয়া যাক Realme Narzo 10-এর স্পেসিফিকেশন আর দাম...

৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪ জিবি RAM-সহ বিক্রি শুরু হল Realme Narzo 10

নিজস্ব প্রতিবেদন: সোমবার থেকে ভারতে বিক্রি শুরু হল Realme-এর মিডরেঞ্জ স্মার্টফোন Narzo 10। এ দিন দুপুর ১২টা থেকে Flipkart আর Realme.com থেকে এই ফোনের বিক্রি শুরু হল। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Realme Narzo 10-এর স্পেসিফিকেশন আর দাম...

Realme Narzo 10-এর স্পেসিফিকেশন আর দাম:

১) এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G80 চিপসেট। সঙ্গে রয়েছে ৪ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।

২) এই ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাআপ। এর মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা + ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এই ফোনে সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

৩) এই ফোনে রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি, সঙ্গে 18W ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

আরও পড়ুন: মিলছে ৩,৬০০ টাকার ক্যাশ ব্যাক! জেনে নিন কবে থেকে বিক্রি শুরু হচ্ছে iPhone SE (2020)

৪) কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Bluetooth v5.0, Wi-Fi 802.11ac, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট।

৫) Realme Narzo 10-এর ৪ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা।

Read More