Home> প্রযুক্তি
Advertisement

ফেসবুকে এবার আপনি যেকোনও সময় Live

আপনি বন্ধুর জন্মদিন সেলিব্রেট করছেন অথবা কোনও বিয়ে বাড়িতে এনজয় করছেন। কিংবা মন খারাপ, না হলে কাউকে মিস করছেন। আপনার সব কাজই এবার থেকে Live শেয়ার করা যাবে ফেসবুকে। ঠিক যেমন করে টিভিতে ঘটনার লাইভ টেলিকাস্ট হয়।

ফেসবুকে এবার আপনি যেকোনও সময় Live

ওয়েব ডেস্ক: আপনি বন্ধুর জন্মদিন সেলিব্রেট করছেন অথবা কোনও বিয়ে বাড়িতে এনজয় করছেন। কিংবা মন খারাপ, না হলে কাউকে মিস করছেন। আপনার সব কাজই এবার থেকে Live শেয়ার করা যাবে ফেসবুকে। ঠিক যেমন করে টিভিতে ঘটনার লাইভ টেলিকাস্ট হয়।

বুধবার ফেসবুক লঞ্চ করল নতুন ফিচার 'Facebook Live For Everyone"। এই ফিচারে রিয়েল টাইমেই লাইভ ভিডিওর মাধ্যমে যোগাযোগ করা যাবে বন্ধুদের সঙ্গে। শূধু পকেটে থাকতে হবে একটা ফোন। ব্যস, তাহলেই ফেসবুক হয়ে যাবে লাইভ ক্যামেরা। এই ফিচার ফেসবুকের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ আরও সহজ হবে মনে করছেন সিইও মার্ক জুকেরবার্গ। তবে এই ফিচার পাওয়া যাবে শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্টগুলিতে।

 

 

Read More