Home> প্রযুক্তি
Advertisement

বদলাচ্ছে না মোবাইল ফোনের নম্বর, স্পষ্ট করল দূরসঞ্চার মন্ত্রক

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৩ সংখ্যার ফোন নম্বর চালু করার খবর সত্যি। তবে কার্ড সোয়াইপ মেশিনের মতো যন্ত্রে যে সিম ব্যবহার করা হয় বদলাবে তার নম্বর। অক্টোবর ২০১৮ থেকে নম্বর বদলের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রক। প্রক্রিয়া শেষ করতে হবে চলতি বছরের মধ্যেই।

বদলাচ্ছে না মোবাইল ফোনের নম্বর, স্পষ্ট করল দূরসঞ্চার মন্ত্রক

ওয়েব ডেস্ক: গুজবে কান দেবেন না। বদলাচ্ছে না আপনার ১০ ডিজিটের মোবাইল ফোন নম্বর। বুধবার এই মর্মে বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় দূরসঞ্চার মন্ত্রক।

দিন কয়েক ধরেই ফোন নম্বর বদলাতে পারে বলে বিভিন্ন মহলে খবর ছড়ায়। জানানো হয়, চলতি বছরেই ১৩ সংখ্যার মোবাইল ফোন নম্বর চালু করতে চলেছে কেন্দ্র। এর জেরে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন মহলে। বুধবার বিষয়টি স্পষ্ট করেছে মন্ত্রক।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৩ সংখ্যার ফোন নম্বর চালু করার খবর সত্যি। তবে কার্ড সোয়াইপ মেশিনের মতো যন্ত্রে যে সিম ব্যবহার করা হয় বদলাবে তার নম্বর। অক্টোবর ২০১৮ থেকে নম্বর বদলের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রক। প্রক্রিয়া শেষ করতে হবে চলতি বছরের মধ্যেই।

আরও পড়ুন - EXCLUSIVE: প্রৌঢ়কে আত্মহত্যায় প্ররোচনা, রুবি হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

এই প্রক্রিয়ার কোনও প্রভাব পড়বে না সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারীদের ওপর। বহাল তবিয়তে জারি থাকবে তাদের পুরনো নম্বরই।

Read More