Home> প্রযুক্তি
Advertisement

অক্টোবরেই ভারতে লঞ্চ হতে পারে ফোল্ডেবল ডিসপ্লে যুক্ত স্মার্টফোন Motorola Razr 5G!

দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন...

অক্টোবরেই ভারতে লঞ্চ হতে পারে ফোল্ডেবল ডিসপ্লে যুক্ত স্মার্টফোন Motorola Razr 5G!

নিজস্ব প্রতিবেদন: ভারতের বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে Motorola-র ফোল্ডেবল ডিসপ্লে যুক্ত স্মার্টফোন Moto Razr 5G। সম্প্রতি এই ফোনের টিজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সংস্থা। মনে করা হচ্ছে, উৎসবের মরসুমে হয়তো অক্টোবর মাসেই ভারতে লঞ্চ হতে পারে Motorola Razr 5G। এ বার দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন...

Motorola Razr 5G স্পেসিফিকেশন:

১) এই ফোনে থাকছে Snapdragon 765 G চিপসেট।

২) ৮ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ থাকছে এই ফোনে।

৩) ৬.২ ইঞ্চের ডিসপ্লে থাকছে এই ফোনে। এছাড়াও ফোনে থাকছে পি-ওএলইডি ডিসপ্লে।

৪) এই ফোনের পিছনে ১৬ মেগাপিক্সল ক্যামেরা-সহ এলইডি ফ্ল্যাস থাকছে আর সামনে থাকছে ৫ মেগাপিক্সল ক্যামেরা।

আরও পড়ুন: ফেসবুকে Couple Challenge, হ্যাশট্যাগেই লুকিয়ে বিপদ! সতর্ক করলেন সাইবার বিশেষজ্ঞরা

৫) এই ফোনে 15W ফাস্ট চার্জিং-এর সুবিধা-সহ থাকছে ২৮০০ mAh ব্যাটারি।

৬) ফোনটিতে একটি ৪৮-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনে থাকতে পারে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ভারতে এই ফোনের দাম কত হতে পারে, সে সম্পর্কে এখনও সংস্থার পক্ষ থেকে কোনও ইঙ্গিত মেলেনি।

Read More