Home> প্রযুক্তি
Advertisement

মাইক্রোসফটের উইনডোজ 10-এর সঙ্গে থাকছে ইন্টিগ্রেটেড স্কাইপ মেসেঞ্জার

নিজেদের নয়া অপরেটিং সিস্টেম উইনডোজ টেনের সঙ্গে ইন্টিগ্রেটেড স্কাইপ। ডেক্সটপ বা ল্যাপটপে উইনডোজ টেন থাকলে আর আলাদা করে স্কাইপ ডাউনলোড করতে হবে না। ইন্টারনেট কানেকশন থাকলেই সহজেই অডিও বা ভিডিও কল করা যাবে। করা যাবে চ্যাটও।

মাইক্রোসফটের উইনডোজ 10-এর সঙ্গে থাকছে ইন্টিগ্রেটেড স্কাইপ মেসেঞ্জার

ওয়েব ডেস্ক: নিজেদের নয়া অপরেটিং সিস্টেম উইনডোজ টেনের সঙ্গে ইন্টিগ্রেটেড স্কাইপ। ডেক্সটপ বা ল্যাপটপে উইনডোজ টেন থাকলে আর আলাদা করে স্কাইপ ডাউনলোড করতে হবে না। ইন্টারনেট কানেকশন থাকলেই সহজেই অডিও বা ভিডিও কল করা যাবে। করা যাবে চ্যাটও।

ভার্জ অনুযায়ী, স্কাইপ সহ উইনডোজের এই নয়া ভার্সন অনেকটা অ্যাপেলে আইমেসেজ সার্ভিসের মত। উইনডোজ এইটের বিল্ট-ইন মেসেজিং অ্যাপই নয়া অবতারে ফিরছে উইনডোজ টেনের সঙ্গে। উইনডোজ এইট পয়েন্ট ওয়ান ভার্সান এই সুবিধা ছিল না।

উইনডোজ টেনের স্কাইপেতে কথাবার্তা পিসি, ট্যাবলেট ও ফোনের সঙ্গে সিঙ্ক করা থাকবে।

যে যে ফোনে উইনডোজ টেন থাকবে সেখানেও থাকবে বিল্ট-ইন স্কাইপের সুবিধা। ফোনে স্কাইপ-এর মাধ্যমে টেকস্ট মেসেজও করা যাবে।

 

Read More