Home> প্রযুক্তি
Advertisement

জানুন কোন কোন বিমানে স্যামসঙ গ্যালাক্সি নোট ৭ নিষিদ্ধ

স্যামসঙ গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনটিতে আগুন লাগার একাধিক ঘটনার পরই মানুষের মনে ফোনটিকে ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যেকোনও সময়ে এই স্মার্টফোনটিতে আগুন লেগে যেতে পারে। তাই বিভিন্ন বিমান সংস্থা বিমানযাত্রী এবং বিমানকর্মী উভয়কেই বিমান এবং বিমানবন্দর চত্বরে এই স্মার্টফোন সঙ্গে না রাখার নির্দেশ দিয়েছে। এমনকি এও জানিয়ে দিয়েছে যে, যদি কোনও বিমানযাত্রী কিংবা বিমানকর্মীকে এই স্মার্টফোন ব্যবহার করতে দেখা যায়, তাহলে তাঁকে জরিমানা করা হবে।

জানুন কোন কোন বিমানে স্যামসঙ গ্যালাক্সি নোট ৭ নিষিদ্ধ

ওয়েব ডেস্ক: স্যামসঙ গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনটিতে আগুন লাগার একাধিক ঘটনার পরই মানুষের মনে ফোনটিকে ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যেকোনও সময়ে এই স্মার্টফোনটিতে আগুন লেগে যেতে পারে। তাই বিভিন্ন বিমান সংস্থা বিমানযাত্রী এবং বিমানকর্মী উভয়কেই বিমান এবং বিমানবন্দর চত্বরে এই স্মার্টফোন সঙ্গে না রাখার নির্দেশ দিয়েছে। এমনকি এও জানিয়ে দিয়েছে যে, যদি কোনও বিমানযাত্রী কিংবা বিমানকর্মীকে এই স্মার্টফোন ব্যবহার করতে দেখা যায়, তাহলে তাঁকে জরিমানা করা হবে।

জেনে নিন কোন কোন বিমান সংস্থা তাদের বিমানে স্যামসঙ গ্যালাক্সি নোট ৭ নিষিদ্ধ করল-

১) এয়ার এশিয়া

আরও পড়ুন বাস ভাড়া করা হোক এই পদ্ধতিতে, তাতে লাভ হবে সকলের

২) ভিসতারা

৩) জাপানের সমস্ত বিমান

৪) দক্ষিণ কোরিয়ার এশিয়ানা

আরও পড়ুন অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে চমকে দেওয়ার মতো কম দামে আইফোন ৬!

৫) ক্যাথি প্যাসিফিক-সহ সমস্ত মেনল্যান্ড চাইনিজ বিমান

৬) নিউজিল্যান্ড বিমান

৭) সিঙ্গাপুর বিমান

আরও পড়ুন জানুন কীভাবে হোয়াটস অ্যাপ ব্যবহারের সময়ে ডেটা বাঁচাবেন

৮) চায়না বিমান

৯) হংকং বিমান

১০) হংকং এক্সপ্রেস

আরও পড়ুন জানেন আমাদের কোটি টুইটে সবথেকে বেশি কোন খাবারের নাম থাকে?

১১) এয়ার বার্লিন

১২) লুত্‌ফান্সা

১৩) আলিটালিয়া বিমান

আরও পড়ুন স্কুলের প্রশ্নপত্রে বিরাট কোহলির প্রেমিকার নাম জানতে চাওয়ার প্রশ্ন!

১৪) ব্রিটিশ এয়ারওয়েজ

১৫) ড্রাগনএয়ার

১৬) ভার্জিন অস্ট্রেলিয়া

১৭) কান্তাস বিমান

আরও পড়ুন জিভে জল আনা রেসিপি, ‘থাই চিকেন কারি’

১৮) ইতিহাদ এয়ারওয়েজ

১৯) এমিরেটস

২০) সমস্ত মার্কিন বিমান

Read More