Home> প্রযুক্তি
Advertisement

তথ্য চুরি বাঁচাতে কীভাবে লক করবেন আধার কার্ড? জেনে নিন

তথ্য চুরি বাঁচাতে কীভাবে লক করবেন আধার কার্ড? জেনে নিন

ওয়েব ডেস্ক: হ্যাকারদের অত্যাচারে আপনার কোনও কিছুই আর সুরক্ষিত নয়। হ্যাকাররা আপনার তথ্য যেকোনও মুহূর্তে চুরি করে নিতে পারে। তাই যতটা সম্ভব নিজের তথ্য সুরক্ষিত রাখার চেষ্টা আমাদেরকেই করে যেতে হবে। সম্প্রতি সরকারের নির্দেশ অনুযায়ী সমস্ত কিছুতেই আধার কার্ড বাধ্যতামূলক। অর্থাত্‌, আধার কার্ডের তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সেই আধার কার্ডের তথ্যও চুরি যাতে না হয়ে যায়, তার জন্য কী করতে হবে জানেন? জেনে নিন-

১) প্রথমে //resident.uidai.gov.in/biometric-lock এই ওয়েবসাইটে যান।

২) এবার সেখানে আপনার আধার কার্ডের নম্বর দিন। তার সঙ্গে সিকিউরিটি কোডও দিতে হবে। এবার আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে। এবার সেই ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে হবে আপনাকে।

মনে রাখবেন, ওয়ান টাইম পাসওয়ার্ডের সময় একবার চলে গেলে আপনাকে আবার নতুন করে ওটিপির জন্য দিতে হবে।

৩) এবার আপনার থেকে আবার সিকিউরিটি কোড চাওয়া হবে। আপনাকে সিকিউরিটি কোড দিতে হবে।

৪) এবার enable অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার আধার কার্ড লক হয়ে যাবে।

যাঁরা জিও ফোন কিনতে চলেছেন, তাঁদের জন্য সুখবর

Read More