Home> প্রযুক্তি
Advertisement

মাত্র ৩৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে Netflix, Amazon Prime, Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে Jio!

Jio-র নতুন পোস্টপেড প্ল্যান শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা থেকে। অর্থাৎ, প্রিপেড প্ল্যানের চেয়েও সস্তায় একঝাঁক OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পান বিনামূল্যে!

মাত্র ৩৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে Netflix, Amazon Prime, Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে Jio!
Sudip Dey|Updated: Sep 22, 2020, 07:36 PM IST

নিজস্ব প্রতিবেদন: প্রিপেডের পর এ বার পোস্টপেড প্ল্যানেও ধামাকা অফার দিচ্ছে দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা Reliance Jio। পোস্টপেড গ্রাহকদের বিনামূল্যেই Netflix, Amazon Prime and Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন দিচ্ছে Jio!

নতুন পাঁচটি পোস্টপেড প্ল্যান এনেছে সংস্থা। নতুন পোস্টপেড প্ল্যান শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা থেকে। অর্থাৎ, Jio গ্রাহকরা প্রিপেড প্ল্যানের চেয়েও সস্তায় একঝাঁক OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন একেবারে বিনামূল্যে! নিজের পোস্টপেড গ্রাহকদের জন্য Jio Postpaid Plus ও Postpaid Dhan Dhana dhan অফার ঘোষণা করেছে মুকেশ আম্বানির সংস্থা।

Jio Postpaid Plus-এর মাসিক প্ল্যান শুরু হচ্ছে ৩৯৯ টাকা থেকে। এ ছাড়াও ৫৯৯ টাকা, ৭৯৯ টাকা, ৯৯৯ টাকা ও ১৪৯৯ টাকার চারটি প্ল্যান এনেছে Jio। আনলিমিটেড ফ্রি কলিং, অতিরিক্ত ডেটা, ডেটা রোলওভারের সুবিধা, ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং-সহ একাধিক সুযোগ-সুবিধা রয়েছে এই প্ল্যানগুলিতে। তাছাড়া Netflix, Amazon Prime and Disney+ Hotstar-এর মতো জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা তো রয়েছেই। অর্থাৎ, পোস্টপেড গ্রাহকদের জন্য সস্তায় প্রচুর ডেটা আর অফুরন্ত বিনোদনের সুযোগ নিয়ে হাজির Reliance Jio।

Jio PostPaid Plus-এর Features Plus অপশন থেকে মাখা পিছু মাত্র ২৫০ টাকায় গোটা পরিবারের জন্য কানেকশন নেওয়া যাবে। এতে ৫০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধা পাবেন Jio পোস্টপেড গ্রাহকরা। এই প্ল্যানগুলির International Plus ফিচারের সাহায্যে গ্রাহকেরা বিদেশ যাত্রার সময় বিমানেও কানেক্টিভিটি পাবেন। আমেরিকা আর আরব আমিরশাহিতে ইন্টারন্যাশনাল রোমিংয়ে কোনও চার্জ লাগবে না। অন্যান্য দেশগুলিতে ইন্টারন্যাশনাল রোমিং বাবদ মাত্র ৫০ পয়সা প্রতি মিনিট খরচ হবে Jio পোস্টপেড গ্রাহকদের।

আরও পড়ুন: Jio-র ৪টি ধামাকা প্ল্যান, সঙ্গে মিলছে বিনামূল্যে Disney+ Hotstar VIP-র সাবস্ক্রিপশন!

৩৯৯ টাকার মাসিক প্ল্যানে গ্রাহকরা পাবেন ৭৫ জিবি ডেটা, ৫৯৯ টাকার প্ল্যানে মিলবে মাসে ১০০ জিবি ডেটা, ৭৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পাবেন মাসে ১৫০ জিবি ডেটা, ৯৯৯ টাকার প্ল্যানে মিলবে মাসে ২০০ জিবি ডেটা আর ১,৪৯৯ টাকার মাসিক প্ল্যানে গ্রাহকরা পাবেন ৩০০ জিবি ডেটা।