Home> প্রযুক্তি
Advertisement

GST ধাক্কায় এক লাফে অনেকটাই বাড়তে পারে SUV, লাক্সারি গাড়ির দাম!

GST ধাক্কায় এক লাফে অনেকটাই বাড়তে পারে SUV, লাক্সারি গাড়ির দাম!

ওয়েব ডেস্ক: সম্ভবত বাড়তে চলেছে স্পোটর্স ইউটিলিটি ভেহিক্যাল অর্থাৎ SUV সহ লাক্সারি গাড়ি ও বড় গাড়ির দাম। সূত্রের খবর, GST কাউন্সিলের বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব নেওয়া হয়েছে এবং তা পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। আরও পড়ুন- আয়কর রিটার্ন্সে ২৫ শতাংশ বৃদ্ধি 'নোট বন্দির'ই সুফল, দাবি অর্থমন্ত্রীর
 

সূত্রের খবর, GST কাউন্সিলের প্রস্তাবে বলা হয়েছে SUV সহ লাক্সারি গাড়ি ও বড় গাড়ির উপর বর্তমানে জারি থাকা সেস ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হোক। কেন্দ্র এই প্রস্তাব মানলে এক ধাক্কায় অনেকটাই বাড়বে এই ধরনের গাড়ির দাম।

জিএসটি চালু হওয়ার ফলে জিনিসের দাম কমবে না বাড়বে তা নিয়ে যখন বিস্তর জল্পনা চলছে, তখনই কিছুটা স্বস্তির খবর দিয়েছিল বেশ কয়েকটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা। মারুতি সুজুকি, হুন্ডাই-এর মতো বেশ কয়েকটি সংস্থা তাদের কয়েকটি মডেলের দাম কমানোর কথা ঘোষণা করে। একই পথে হাঁটে মার্সিডিজের মত ব্র্যান্ডও। কিন্তু জিএসটি কাউন্সিলের প্রস্তাব মানা হলে স্বাভাবিকভাবেই গাড়ির দাম বাড়বে। যা মধ্যবিত্তের নাগালের একেবারে বাইরে চলে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

Read More